West Medinipur News: প্রকৃতির হারিয়ে যাওয়া জিনিসকে প্রকৃতির মাঝেই ধরে রাখতে বিশেষ উদ্যোগ নিয়ে তৈরি হচ্ছে বায়ো ডাইভার্সিটি পার্ক

Last Updated:

বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের কাছে প্রকৃতির অনেক কিছুই অজানা। আর সেই সমস্ত অজানার সাথে পরিচিতি করিয়ে দেওয়ার লক্ষ্যে এই রাজ্যের বিভিন্ন জায়গাতেই এই ধরণের বায়ো ডাইভার্সিটি পার্ক তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার

+
গোপালপুর

গোপালপুর বায়োডায়ভারসিটি পার্ক

#পশ্চিম মেদিনীপুর- প্রকৃতির হারিয়ে যাওয়া জিনিসকে প্রকৃতির মাঝেই ধরে রাখতে বিশেষ উদ্যোগ নিয়ে তৈরি হচ্ছে বায়ো ডাইভার্সিটি পার্ক। সারা রাজ্যে ত্রিশটি বায়ো ডাইভার্সিটি পার্ক তৈরি হতে চলেছে, যার মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলাতেও তৈরি হচ্ছে এই পার্ক। গত প্রায় দেড় বছর ধরে এই পার্ক তৈরির কাজ চলছে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের মুড়াকাটা সংলগ্ন গোপালপুরে। যা গোপালপুর পার্ক নামে পরিচিত। বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের কাছে প্রকৃতির অনেক কিছুই অজানা। আর সেই সমস্ত অজানার সাথে পরিচিতি করিয়ে দেওয়ার লক্ষ্যে এই রাজ্যের বিভিন্ন জায়গাতেই এই ধরণের বায়ো ডাইভার্সিটি পার্ক তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। সেই বায়ো ডাইভার্সিটি পার্কের অন্যতম এটি, এমনটাই জানিয়েছেন, বোর্ডের চেয়ারম্যান হিমাদ্রি শেখর দেবনাথ। বর্তমান প্রজন্মের স্কুল কলেজের ছেলে মেয়েদের কাছে নতুন দিগন্ত খুলে দিতে এই উদ্যোগ বলেই জানিয়েছেন তিনি।
সম্প্রতি মেদিনীপুরের সেই পার্ক পরিদর্শন করে গেলেন বায়ো ডাইভার্সিটি বোর্ড এর চেয়ারম্যান সহ রাজ্যের আধিকারিকরা। এই পার্কে থাকছে Eco pond, Butterfly garden, Dakary set, Medical plant Garden, Organic agriculture সহ বিভিন্ন ধরনের গাছগাছালি, যা সাধারণ মানুষের কাছে অজানা। বায়ো ডাইভার্সিটি পার্কের জেলা কো-অর্ডিনেটর দেবজিত নন্দের কথায়, পরিবেশের অবক্ষয়, সেটাকে এক জায়গায় সংরক্ষণ করে রাখাটাই মূল লক্ষ্য। জেলায় ইতিমধ্যে তিনটি বায়ো ডাইভার্সিটি পার্ক তৈরির অনুমোদন হয়েছে। এর বাইরে প্রতিটি ব্লকে এ ধরনের পথ তৈরি করা হবে আগামী দিনে বলে জানিয়েছেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: প্রকৃতির হারিয়ে যাওয়া জিনিসকে প্রকৃতির মাঝেই ধরে রাখতে বিশেষ উদ্যোগ নিয়ে তৈরি হচ্ছে বায়ো ডাইভার্সিটি পার্ক
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement