West Medinipur News : বেলদা থানার পুলিশ হেফাজত থেকে পলাতক আসামিকে আবারও গ্রেফতার করল পুলিশ

Last Updated:

অবশেষে বুধবার সন্ধ্যা নাগাদ সূত্র মারফত খবর পেয়ে বেলদা থানার স্টেশন সংলগ্ন এলাকা থেকে আবারও গ্রেফতার করা হল অভিযুক্ত সোমনাথকে

+
সোমনাথ

সোমনাথ ঘোড়ই

#পশ্চিম মেদিনীপুর- অবশেষে জালে পড়ল পলাতক আসামি। বেলদা থানার পুলিশ হেফাজতে থাকা অবস্থায় পলাতক আসামি সোমনাথ ঘোড়ইকে বুধবার সন্ধ্যা নাগাদ বেলদা রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে আবার গ্রেফতার করল বেলদা থানার পুলিশ। প্রসঙ্গত কিছুদিন আগে বেলদা থানা এলাকার এক ব্যবসায়ীর গুদামে চুরির ঘটনা ঘটে। আর তার কিনারা করতে পুলিশে অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী। তদন্তে নেমে পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে বেশ কয়েকজনের সঙ্গে অভিযুক্ত এই সোমনাথের খোঁজ পায়।এরপর খোঁজ চালিয়ে কেশিয়াড়ি এলাকা থেকে শনিবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।অভিযুক্ত সোমনাথের বাড়ি কেশিয়াড়ি এলাকার এলাসাইতে। রবিবার সোমনাথকে দাঁতন এসিজিএম আদালতে হাজির করা হয়। এরপর পুলিশ আরও কিছু তথ্য প্রমাণ পাওয়ার জন্য আসামিকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করে।
বিচারক ধৃতের দু দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন। সেই মতো মঙ্গলবার পুনরায় আসামি সোমনাথ ঘড়ুইকে আদালতে পেশ করার কথা। কিন্তু তার আগে সোমবার সকালে পুলিশ হেফাজতে থাকাকালীন অভিযুক্ত সোমনাথ অস্বাভাবিক আচরণ করতে থাকে লক আপের মধ্যে।একপ্রকার বাধ্য হয়ে কর্তব্যরত পুলিশ আধিকারিকরা তাকে লক আপ থেকে বের করে বাইরে বসায়।আর সেই সময় কর্তব্যরত আধিকারিক অন্যান্য মামলার তদারকি করার সময়, আধিকারিকের অন্যমনস্কতার সুযোগ নিয়ে থানা থেকে বেরিয়ে পালায় সোমনাথ বলে সূত্রের খবর।এরপর সেই সোমবার থেকে সোমনাথের খোঁজে এলাকায় তল্লাশি করতে থাকে বেলদা থানার পুলিশ। পার্শ্ববর্তী থানাগুলি এবং তাঁর এলাকার ইনফর্মারদেরও সতর্ক করা হয়। কিন্তু এলাকায় চিরুনি তল্লাশি করেও প্রায় চব্বিশ ঘণ্টা পেরিয়ে গেলেও তার খোঁজ পায়নি তারা। প্রশ্ন ওঠে কর্তব্যরত পুলিশের গাফিলতির অভিযোগ। তবে অভিযুক্তের খোঁজে এলাকায় তল্লাশি প্রক্রিয়া জারি ছিল। অবশেষে বুধবার সন্ধ্যা নাগাদ সূত্র মারফত খবর পেয়ে বেলদা থানার স্টেশন সংলগ্ন এলাকা থেকে আবারও গ্রেফতার করা হল অভিযুক্ত সোমনাথকে। তবে এবারে যাতে আর অভিযুক্ত পালিয়ে যেতে না পারে তার জন্য আঁটোসাঁটো সুরক্ষা ব্যবস্থা তৈরি করেছে তারা। বৃহস্পতিবার আবার পুনরায় অভিযুক্তকে আদালতে তোলা হবে বলে জানা গেছে পুলিশ সূত্রে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News : বেলদা থানার পুলিশ হেফাজত থেকে পলাতক আসামিকে আবারও গ্রেফতার করল পুলিশ
Next Article
advertisement
Cyclone Montha Update: উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে? ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে
উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে, ঘূর্ণিঝড়ের কী প্রভাব এরাজ্যে?
  • উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ !

  • কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে?

  • ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement