Bayron Biswas | Abhishek Banerjee | Sagardighi: ‘আমার জয়ে কংগ্রেসের কোনও অবদান ছিল না’, হাত ছেড়ে তৃণমূলে এসেই বড় দাবি করলেন বায়রন বিশ্বাস
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
তবে দল বদলেই কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন বায়রন৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে বায়রন দাবি করলেন, তাঁর জয়ে নাকি কংগ্রেসের কোনও হাতই ছিল না৷ তিনি বরাবরই তৃণমূলের লোক ছিলেন৷
পশ্চিম মেদিনীপুর: খুব বেশি নয়৷ মাত্র তিন মাস৷ এর মধ্যেই দলবদল৷ একুশের পরে তেইশে এসে রাজ্য বিধানসভায় শূন্য থেকে ১ হয়েছিল৷ এবার, আবারও ১ থেকে সেই শূন্যতেই ফিরে গেলে অধীর চৌধুরীর প্রদেশ কংগ্রেস৷ হাত শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাস৷
আর দল বদলেই কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন বায়রন৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে বায়রন দাবি করলেন, তাঁর জয়ে নাকি কংগ্রেসের কোনও ভূমিকাই ছিল না৷ তিনি বরাবরই তৃণমূলের লোক ছিলেন৷
আরও পড়ুন: কংগ্রেসের বড় ধাক্কা! অভিষেকের হাত ধরে তৃণমূলে এলেন বায়রন বিশ্বাস
এদিন বায়রন বলেন, ‘‘আমি যে জয়ী হয়েছি, এর পিছনে কংগ্রেসের কোনও অবদান ছিল না৷ আমরা বরাবরই টিএমসি করে আসছি৷ টিএমসি থেকে আমি টিকিট নেওয়ার চেষ্টা করেছিলাম৷ টিকিট পেয়ে উঠিনি বলে আমায় টিকিট কংগ্রেসের থেকে নিতে হয়েছিল৷ কিন্তু, এতে কংগ্রেসের কোনও অবদান নেই৷’’
advertisement
advertisement
এখানেই থেমে থাকেননি বায়রন৷ তিনি বলেন, ‘‘যদি অবদান থাকত, তাহলে ২০২১ সালে একটা সিটও কেন কংগ্রেস জিততে পারেনি৷ আমি যদি বিশ্বাসঘাতকতা করে থাকি, তাহলে আগামিদিনে জয়ী হতে পারব কি না, তা জনগণ বিচার করবে৷ আমার দৃঢ় বিশ্বাস, আজ তৃণমূলে জয়েন করার পরে আমি আরও বিপুল ভোটে জয়ী হব৷’’
বায়রনের দাবি, কংগ্রেসে থেকে বিজেপির বিরুদ্ধে লড়াই করা যাচ্ছিল না৷ তাঁর মতে, বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য তৃণমূল ছাড়া অন্য কোনও ‘প্ল্যাটফর্ম’ তিনি খুঁজে পাননি৷ তাঁর কথায়, ‘‘কংগ্রেসে থেকে কাজ করা যাচ্ছিল না এটা বাস্তব পরিস্থিতি। তৃণমূল কংগ্রেস ছাড়া আর মঞ্চ ছিল না।
advertisement
অধীর চৌধুরী বিজেপির বিরুদ্ধে কথা বলছে না। লড়াই করছে না৷ কোনও মন্তব্য করেন না।’’
বায়রনের তৃণমূলে যোগ প্রসঙ্গে অভিষেক জানান, শুধুমাত্র সোমবারের পশ্চিম মেদিনীপুরের ঘাটালের সভাই নয়, এর আগেও তাঁর একাধিক সভায় এসেছেন বায়রন৷ তাঁর সঙ্গে একাধিক বার যোগাযোগ করেছেন৷ তবে মাঝখানে শরীর স্বাস্থ্যে কিছু সমস্যা থাকায় তৃণমূলে যোগ দেওয়া হয়ে ওঠেনি৷
advertisement
অভিষেক বলেন, ‘‘ভোটের আগে উনি একাধিকবার আমাদের সাথে যোগ দেওয়ার চেষ্টা করেছিলেন৷ সেটা হয়নি৷ ওনার পরিবার তৃণমূল কংগ্রেস পরিবার৷ জেতার আগেই মনঃস্থির করেছিলেন যোগ দেবেন তৃণমূলে। একাধিক ক্যাম্পে আসতে চেয়েছিল। গতরাতে ফোন করে ও, আমি বলি আজ চলে আসো৷’’
গত ২৭ ফেব্রুয়ারি ভোট হয়েছিল সাগরদিঘি আসনে। ২রা মার্চ হয় ফলাফল ঘোষণা৷ জয়ী হন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস৷ তার পর থেকেই অবশ্য জল্পনা ছিল তৃণমূলে যোগ দিতে চলেছেন বায়রন৷ কংগ্রেস সূত্রের দাবি, তাঁকে নাকি ভয়ও দেখানো হচ্ছিল৷ সব জল্পনায় ইতি টেনে সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পশ্চিম মেদিনীপুরের ঘাটালের নবজোয়ার যাত্রার সভামঞ্চে অভিষেকের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নিলেন বঙ্গের একমাত্র কংগ্রেস বিধায়ক বায়রন৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
May 29, 2023 3:56 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Bayron Biswas | Abhishek Banerjee | Sagardighi: ‘আমার জয়ে কংগ্রেসের কোনও অবদান ছিল না’, হাত ছেড়ে তৃণমূলে এসেই বড় দাবি করলেন বায়রন বিশ্বাস