advertisement

West Medinipur News: আগুনে ভস্মীভূত এক দরিদ্র ব্যক্তির বাড়ি; সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সমাজসেবী

Last Updated:

মেদিনীপুর শহরের বাসিন্দা অনয় মাইতি সারা বছর ধরেই ওয়ার্ডের মানুষদের পাশে থেকে বিভিন্ন রকম সাহায্য করেন। কোভিড পরিস্থিতির সময় সারা বছর মানুষকে মাস্ক স্যানিটাইজার দেন তিনি। শহরবাসীর জন্য তিনি নিজের অর্থ ব্যয় করে শববাহী গাড়ি উৎসর্গ করেছেন

+
বাড়ির

বাড়ির ছাউনির ব্যবস্থা

#পশ্চিম মেদিনীপুর- আগুন লেগে সম্পূর্ণ পুড়ে যায় তাঁর বাড়ি। সেই দরিদ্র ব্যক্তির মাথার ছাদ তৈরি করে সাহায্যের হাত বাড়িয়ে দিল মেদিনীপুর শহরের অন্যতম সমাজসেবী, ৯ নং ওয়ার্ড নাগরিক উন্নয়ন সমিতির সভাপতি অনয় মাইতি। স্থানীয় সুত্রে জানা যায়, গত ১৪ ই মার্চ রাতে আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় খড়্গপুর ২ নং ব্লকের চকমকরামপুর অঞ্চলের আঁতরা গ্রামের দরিদ্র বাসিন্দা শক্তিপদ চক্রবর্ত্তীর খড়ের চালা বাড়ি। আগুনে ভস্মীভূত হয়ে যায় বাড়ি সহ বাড়ির ভেতর থাকা সমস্ত আসবাবপত্র। এরপর ঐ ব্যক্তি কোনোরকম ভাবে জানতে পারেন, মেদিনীপুর শহরের কর্নেলগোলা এলাকার বাসিন্দা অনয় মাইতির বিভিন্ন মানুষকে সাহায্য করার বিষয়ে। তিনি অনয় মাইতির সঙ্গে যোগাযোগ করে সাহায্যের আবেদন জানান। তার আবেদনে সাড়া দিয়ে বুধবার সেই অসহায় ব্যক্তির পাশে দাঁড়ালেন মেদিনীপুর শহরের অন্যতম সমাজসেবী অনয় মাইতি।
ঐ দরিদ্র ব্যক্তির আবেদনে সাড়া দিয়ে তার বাড়ির ছাউনির জন্য অ্যাসবেষ্টর দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন অনয় মাইতি। একই সঙ্গে অসহায় ঐ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। অনয় মাইতির এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শক্তিপদ চক্রবর্ত্তীর পরিবার পরিজনেরা। মেদিনীপুর শহরের বাসিন্দা অনয় মাইতি সারা বছর ধরেই ওয়ার্ডের মানুষদের পাশে থেকে বিভিন্ন রকম সাহায্য করেন। কোভিড পরিস্থিতির সময় সারা বছর মানুষকে মাস্ক স্যানিটাইজার দেন তিনি। শহরবাসীর জন্য তিনি নিজের অর্থ ব্যয় করে শববাহী গাড়ি উৎসর্গ করেছেন। এবার নিজের শহর ছাড়িয়ে অন্য গ্রামের মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অনয় মাইতি।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: আগুনে ভস্মীভূত এক দরিদ্র ব্যক্তির বাড়ি; সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সমাজসেবী
Next Article
advertisement
Kedarnath Badrinath Temple Rules: কেদারনাথ, বদ্রীনাথ ধামে অহিন্দুদের প্রবেশ নিষেধ! সিদ্ধান্ত নিতে চলেছে মন্দির কমিটি
কেদারনাথ, বদ্রীনাথ ধামে অহিন্দুদের প্রবেশ নিষেধ! সিদ্ধান্ত নিতে চলেছে মন্দির কমিটি
  • কেদারনাথ, বদ্রীনাথ মন্দিরে অহিন্দুদের প্রবেশ নিষেধ৷

  • সিদ্ধান্ত মন্দির কমিটির, প্রস্তাব অনুমোদনের অপেক্ষা৷

  • ২৩ এপ্রিল পুণ্যার্থীদের জন্য খুলবে বদ্রীনাথ মন্দির৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement