West Midnapore News: কঠোর শাস্তি উপেক্ষা করে অবৈধভাবে বিঘার পর বিঘা জমিতে চলছে পোস্ত চাষ
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
West Midnapore News: চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায়, রমরমিয়ে পোস্তু চাষ হয়েছিল
চন্দ্রকোনা: পোস্ত চাষ আইনত নিষিদ্ধ বেশ কয়েকটি রাজ্যে, পোস্ত চাষে জেল ও জরিমানা দুই হতে পারে, কঠোর শাস্তি উপেক্ষা করে অবৈধভাবে রমরমিয়ে চলছে বিঘার পর বিঘা জমিতে পোস্তু চাষ।একাধিকবার পুলিশ প্রশাসনের প্রচার সত্ত্বেও বন্ধ হয়নি পোস্তু চাষ, অবশেষে পোস্তু চাষের বিরুদ্ধে অভিযানে নামল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানার পুলিশ।
আরও পড়ুন: জমি মাফিয়াদের খপ্পরে, চরম বিপাকে পদ্মশ্রী প্রাপ্ত বাউল শিল্পী পূর্ণদাস বাউল
ভেঙে নষ্ট করা হল কয়েক বিঘে পোস্তু গাছ। চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায়, রমরমিয়ে পোস্তু চাষ হয়েছিল, খবর পেয়ে মঙ্গলবার বিকেলে, বেআইনি পস্তু চাষের বিরুদ্ধে অভিযানে নামল চন্দ্রকোনা টাউন থানার রামজীবনপুর ফাঁড়ির পুলিশ, ভেঙে নষ্ট করা হলো কয়েক বিঘে পোস্তু গাছ। আবগারি দফতরকে সঙ্গে নিয়ে আগামী দিনেও চন্দ্রকোনার বিভিন্ন এলাকায় এই ধরনের অভিযান চালানো হবে বলে প্রশাসন সূত্রে খবর।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
January 25, 2023 8:17 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: কঠোর শাস্তি উপেক্ষা করে অবৈধভাবে বিঘার পর বিঘা জমিতে চলছে পোস্ত চাষ