West Medinipur News- সংশোধনী বিদ্যুৎ বিল ২০২১ বাতিলের দাবিতে মেদিনীপুরের বিদ্যুৎ দফতরে অবস্থান বিক্ষোভ ABECA র
- Published by:Samarpita Banerjee
Last Updated:
বিদ্যুৎকে সম্পূর্ণ রূপে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার সর্বনাশা বিল- বিদ্যুৎ বিল ২০২১ সম্পূর্ণ বাতিলের দাবিতে এই আন্দোলন
#পশ্চিম মেদিনীপুর- ২৮-২৯ মার্চ শ্রমিক কর্মচারীদের আহুত দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে, বিদ্যুতের বেসরকারিকরণ রোধ, জনবিরোধী বিদ্যুৎ আইন ২০০৩ ও তার সংশোধনী বিল ২০২১ বাতিল, প্রি-পেড মিটার বাতিল, এর দাবিতে ৪ ঠা এপ্রিল পার্লামেন্ট মার্চ সফল করার আহ্বান জানিয়ে, আজ ২৩ মার্চ মেদিনীপুরে ZM, DM, RM দফতরে এবং ফকির কুয়াঁ, কেরানীতলা সহ বিভিন্ন কাস্টমার কেয়ার সেন্টারে প্রচার অভিযান চলে। দফতরে দফতরে ইঞ্জিনিয়ার, অফিসার, সকল অংশের কর্মচারীদেরকে প্রচার পত্র দেওয়া হয়।
"বিদ্যুতের ভয়াবহ বেসরকারিকরণ নীতির বিরুদ্ধে আমাদের গ্রাহক সংগঠন ABECA ও বর্তমানে AIECA (অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজ্যুমার্স এসোসিয়েশন) এর কর্মচারীগণের ধর্মঘট আন্দোলনের পাশে থাকার বিষয়টি খুবই আগ্রহের সঙ্গে কর্মচারীগণ নেন।" ZM দফতরের সম্মুখে প্রচার সভায় বক্তব্য রাখেন ABECA এর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য চণ্ডীচরণ হাজরা, রাজ্য কমিটির সদস্য দীপক পাত্র প্রমুখ। হয় মিছিলও। চণ্ডীবাবু বলেন, "২৮-২৯ মার্চ এর দেশব্যাপী সাধারণ ধর্মঘট কে আমরা সক্রিয় সমর্থন জানিয়ে রাস্তায় নামছি। সেই সঙ্গে চলতি সংসদ অধিবেশন চলাকালীন পার্লামেন্ট অভিযান করছে আমাদের সর্বভারতীয় সংগঠন AIECA। সংসদে দেওয়া হবে লক্ষ লক্ষ গ্রাহকদের স্বাক্ষর সম্বলিত দাবিপত্র। বিদ্যুৎ কে সম্পূর্ণ রূপে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার সর্বনাশা বিল- বিদ্যুৎ বিল ২০২১ সম্পূর্ণ বাতিলের দাবিতে এই আন্দোলন চলবে।"
Location :
First Published :
March 23, 2022 9:05 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News- সংশোধনী বিদ্যুৎ বিল ২০২১ বাতিলের দাবিতে মেদিনীপুরের বিদ্যুৎ দফতরে অবস্থান বিক্ষোভ ABECA র