Kharagpur News: ২৫ কেজি গুটখা বাজেয়াপ্ত খড়্গপুরে, গ্রেফতার এক যুবক
- Published by:Samarpita Banerjee
Last Updated:
খড়্গপুর টাউন থানার এস.আই উৎপল সিংহ মহাপাত্র, কৃষ্ণপদ কিস্কু এবং মৃণাল ব্যানার্জি'র নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ভাড়াবাড়ির গোডাউনে হানা দেয়। উদ্ধার করা হয় প্রচুর পরিমাণে অবৈধ তামাক জাতীয় দ্রব্য এবং মেশিন
#পশ্চিম মেদিনীপুর- রাজ্যে সমস্ত রকম গুটখা, পানমশালা সহ তামাকজাত দ্রব্য নিষিদ্ধ করা হয়েছে। যদিও, তা শুধুমাত্র বিজ্ঞপ্তির মধ্যেই সীমাবদ্ধ। বাস্তবে সবকিছুই বিক্রি হচ্ছে রমরমিয়ে! আর, এর মধ্যেই পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে সন্ধান মিললো বেআইনি গুটখা কারখানার। সোমবার রাতে সেখানে হানা দিয়ে খড়্গপুর টাউন থানার পুলিশ, ২৪-২৫ কেজি গুটখা, পানমশালা ও জর্দা বাজেয়াপ্ত করল। গ্রেফতার কর হয়েছে চক্রের পান্ডা মলয় সাহা নামে বছর ২৪ এর এক যুবককে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে তোলা হয়েছে। জিজ্ঞাসাবাদ করে তদন্ত এগোনোর জন্য পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিতে চলেছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে খড়গপুর টাউন থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শহরের ভবানীপুর এলাকায় অভিযান চালায়। বেআইনি গুটখা বানানো মেশিন সহ প্রচুর পরিমাণে তামাক জাতীয় দ্রব্য উদ্ধার করে। এই ঘটনার সঙ্গে জড়িত মলয় সাহা নামে যুবককে গ্রেফতার করে খড়গপুর টাউন থানার পুলিশ। পুলিশ সূত্রে আরও জানা গেছে, মলয় সাহা বাড়ি ভাড়া নিয়ে সেখানেই গুটখা বানানোর বেআইনি কারখানা চালাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে, খড়্গপুর টাউন থানার এস.আই উৎপল সিংহ মহাপাত্র, কৃষ্ণপদ কিস্কু এবং মৃণাল ব্যানার্জি'র নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ওই ভাড়াবাড়ির গোডাউনে হানা দেয়। উদ্ধার করা হয় প্রচুর পরিমাণে অবৈধ তামাক জাতীয় দ্রব্য এবং মেশিন। অভিযুক্তকেও গ্রেফতার করেছে পুলিশ। এখন প্রশ্ন উঠছে, রাস্তার ধারে পান দোকানে যেসব গুটখা পাওয়া যাচ্ছে, তা আদৌও গুটখা নাকি বিষ!
Location :
First Published :
March 29, 2022 10:00 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Kharagpur News: ২৫ কেজি গুটখা বাজেয়াপ্ত খড়্গপুরে, গ্রেফতার এক যুবক