West Medinipur News: মোহনপুর ব্রিজের 'একতরফা' নিয়মে ক্ষোভে ফেটে পড়লেন ট্রাক মালিকরা, অবরোধের জেরে ভয়াবহ যানজট
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
West Medinipur News: মেদিনীপুরে মোহনপুর ব্রিজ অবরোধ করে বিক্ষোভ ট্রাক মালিক সংগঠনের। ঘটনার জেরে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
পশ্চিম মেদিনীপুর, শোভন দাস: মেদিনীপুরে মোহনপুর ব্রিজ অবরোধ করে বিক্ষোভ ট্রাক মালিক সংগঠনের। ঘটনার জেরে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। ব্রিজের স্বাস্থ্যের কথা নজর রেখে দীর্ঘ চার বছর ধরে বন্ধ ছিল ২৫ টনের বেশি ভারী যান চলাচল। সম্প্রতি সেতুটির স্বাস্থ্য পরীক্ষা করে জেলা প্রশাসন।
স্বাস্থ্য পরীক্ষার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল, মোহনপুর ব্রিজের উপর ২৫ টন বাড়িয়ে ৩৫ টন পর্যন্ত ভারি যান চলাচল করতে পারবে। তবে শুধুমাত্র একদিক দিয়ে। অর্থাৎ মেদিনীপুর থেকে খড়গপুর। খড়গপুর থেকে মেদিনীপুরে কোন ভারি গাড়ি আসতে পারবে না। এরই প্রতিবাদে এবং খুকুরদহে নতুন ব্রিজ নির্মাণ করতে হবে এই দাবিতে ট্রাক মালিক সংগঠনের বিক্ষোভ।
advertisement
আরও পড়ুন: ১০০ বছরের ইতিহাস এক ফ্রেমে বাঁধল পড়ুয়ারা, মডেলেই যেন জীবন্ত উত্তম কুমার! আবেগের জোয়ারে ভাসছে এলাকা
শুক্রবার দুপুরে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা মোহনপুর ব্রিজের পর মিছিল করে এসে পথ অবরোধ শুরু করেন। দীর্ঘক্ষণ পথ অবরুদ্ধ হওয়ার ফলে তীব্র যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছ মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ অবরোধ তুলে নিতে বললে দু’পক্ষের মধ্যে বচসার সৃষ্টিও হয়।
advertisement
advertisement
আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ট্রাক মালিক সংগঠনের দাবি, এইভাবে একদিকে ভারি যান চলাচল বন্ধ থাকলে আদতে লাভ হবে না কিছু। তাই সমস্যা সমাধানের দাবিতে তাঁরা পথে নেমেছেন। এছাড়াও সমস্যা মেটাতে অবিলম্বে একটি নতুন সেতু নির্মাণের দাবিও তুলেছেন তাঁরা।
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
Jan 31, 2026 9:01 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Medinipur News: মোহনপুর ব্রিজের 'একতরফা' নিয়মে ক্ষোভে ফেটে পড়লেন ট্রাক মালিকরা, অবরোধের জেরে ভয়াবহ যানজট











