West Bengal News: সাইবার ক্রাইম বিভাগ থেকে এল চিঠি, তারপরই গাছে ঝুলন্ত দেহ মিলল যুবকের! অশোকনগরে ভয়াবহ ঘটনা
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
West Bengal News: নোটিস দিয়ে ৭ দিনের মধ্যে পুনেতে দেখা করতে বলা হয়েছিল। সেখানে উল্লেখ করা হয়েছে তার নামে সিম তুলে অবৈধ কাজ করা হচ্ছে।
অশোকনগর, জিয়াউল আলম: পুনে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের নাম করে বাড়িতে চিঠি পাঠানোর পর চিঠি পাওয়া যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। এবারের অভিযোগ চিঠি দেওয়ার কারণে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে প্রশাসনের দারস্থ হয়েছিলেন ওই যুবক। তবে প্রশাসন আশ্বস্ত করলেও যুবক নিজে আশ্বস্ত হতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
নোটিস দিয়ে ৭ দিনের মধ্যে পুনেতে দেখা করতে বলা হয়েছিল। সেখানে উল্লেখ করা হয়েছে তার নামে সিম তুলে অবৈধ কাজ করা হচ্ছে। কয়েকদিন আগেই চিঠি এসে পৌঁছায় অশোকনগরের রাজবাড়িয়ার বাসিন্দা মনিরুল গোলদারের(৩৬) কাছে। মনিরুল পেশায় মৌ-চাষী।
advertisement
advertisement
এরপরই প্রচন্ড মানসিক চাপে ছিলেন ওই যুবক। এরপর বাড়ি থেকে বেশ খানিকটা দূরে আম গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর। তবে, মাটিতে লেগে থাকা পা, গলায় ফাঁস দেওয়া অবস্থায় যেভাবে পাওয়া গিয়েছে ওই যুবককে, সেই মৃত্যু অস্বাভাবিক মনে করছে পরিবারের সদস্যরা। এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে মনিরুলের স্ত্রী অশোকনগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
advertisement
এদিকে, এক গৃহবধূর ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল ইটাহার থানার বাজিতপুর গ্রামে। রাবি খাতুনের (৩২) রায়গঞ্জ থানার ইটাল গ্রামে বিয়ে হয় আনয়ারুল আলির সঙ্গে। বুধবার রাতে শ্বশুর বাড়িতে থাকলেও বৃহস্পতিবার বাবার বাড়ি বাজেদপুরের বাড়ি থেকে বেশ কিছু দূরে সরিষা জমিতে রাবি খাতুনের ক্ষতবিক্ষত দেহ দেখতে পান সাধারণ মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে ইটাহার থানার পুলিশ গিয়ে মৃত দেহ উদ্ধার করে ইটাহার ব্লক স্বাস্থ্য দফতরে আনে। রায়গঞ্জ মর্গে দেহ পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ। মৃতার ভাইয়ের অভিযোগ খুন করা হয়েছে তাঁকে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 22, 2026 5:27 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Bengal News: সাইবার ক্রাইম বিভাগ থেকে এল চিঠি, তারপরই গাছে ঝুলন্ত দেহ মিলল যুবকের! অশোকনগরে ভয়াবহ ঘটনা











