advertisement

Tulip Gardening Tips: বাংলার মাটিতে কাশ্মীরের সুবাস! নদিয়ায় ফুটল টিউলিপ, আপনার বাগানেও ফুটবে কিছু ম্যাজিক টিপসে

Last Updated:

Tulip Gardening Tips: নদিয়ার তপ্ত আবহাওয়ায় ফুটছে কাশ্মীরের টিউলিপ! অনেকেই ভাবছেন এটা কীভাবে সম্ভব? সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণ আর বাল্বের বিশেষ যত্নে আপনার বাড়ির টবেও ফুটতে পারে এই ফুল। টিউলিপ চাষের সেরা সময়, মাটির ধরন এবং প্রয়োজনীয় যত্ন সম্পর্কে বিস্তারিত জানুন এই প্রতিবেদনে।

+
টিউলিপ

টিউলিপ ফুল ফুটেছে নদিয়ায়

ফুলিয়া, নদিয়া, মৈনাক দেবনাথ: নদিয়া জেলার ফুলিয়া চটকাতলায় এক অভিনব উদ্যোগে সফলভাবে টিউলিপ ফুল ফোটাতে সক্ষম হলেন অভিনব বসাক। কাশ্মীরের টিউলিপ বাগান দেখার স্বপ্ন অনেকেরই থাকে, কিন্তু সেই স্বপ্ন নিজের বাড়িতেই বাস্তবায়িত করলেন তিনি। পদ্মশ্রী প্রাপ্ত বীরেন বসাকের ছেলে অভিনব বসাক দীর্ঘদিন ধরেই টিউলিপ ফুলের প্রতি আকৃষ্ট ছিলেন। সেই আগ্রহ থেকেই গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে তিনি ১২৫টি টিউলিপের বাল্ব বা কন্দ কিনে চাষের কাজ শুরু করেন।
ইন্টারনেটের সাহায্যে তথ্য সংগ্রহ করে তিনি বিশেষভাবে মাটি প্রস্তুত করেন। কোকোপিট, লাল বালি, সামান্য দোয়াশ মাটি, কীটনাশক, হাড়ের গুঁড়ো ও ভার্মি কম্পোস্ট মিশিয়ে তৈরি করা হয় চাষের উপযোগী মাটি। এরপর বাল্ব লাগিয়ে গাছগুলো প্রথমে ছায়ায় রাখা হয় এবং পাঁচ দিনে একবার করে জল দেওয়া হয়। ১৮ দিন পর গাছগুলো পূর্ণ আলোতে রাখা হয়। এই সময় তাপমাত্রা প্রায় ১৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসায় তা টিউলিপের জন্য খুবই সহায়ক হয়। মাটির আর্দ্রতা প্রায় ৬৫ শতাংশ বজায় রাখা হয়, যার জন্য একটি বিশেষ যন্ত্রও কেনেন তিনি।
advertisement
advertisement
৩০ দিনের মাথায় গাছে কুঁড়ি আসে এবং বর্তমানে প্রায় ৩৫ দিন বয়সে গাছগুলোতে সুন্দর টিউলিপ ফুল ফুটতে শুরু করেছে। অভিনব বসাক জানিয়েছেন, টিউলিপ ফুল তার বরাবরের প্রিয়। গত বছর ফেব্রুয়ারিতে কর্মসূত্রে দিল্লি সফরের সময় প্রথম তিনি টিউলিপ ফুল দেখেন। সেখানেই জানতে পারেন, তাপমাত্রা সামান্য নিয়ন্ত্রণ করা গেলে যেকোনও জায়গায় টিউলিপ চাষ সম্ভব।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এরপর কাশ্মীর সফরে গিয়ে টিউলিপ বাগান বন্ধ থাকায় তার আক্ষেপ আরও বেড়ে যায়। সেই থেকেই নিজের উদ্যোগে চাষের সিদ্ধান্ত নেন তিনি। অনলাইনে বাল্ব ও প্রয়োজনীয় সরঞ্জাম কিনে এবং ইন্টারনেটের পরামর্শ মেনে চাষ করেই তিনি এই সাফল্য অর্জন করেছেন। অভিনব বসাকের এই উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Tulip Gardening Tips: বাংলার মাটিতে কাশ্মীরের সুবাস! নদিয়ায় ফুটল টিউলিপ, আপনার বাগানেও ফুটবে কিছু ম্যাজিক টিপসে
Next Article
advertisement
Mamata Banerjee on Ajit Pawar Plane Crash: 'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক ইঙ্গিত মমতার, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' বিস্ফোরক মমতা, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
  • অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ মমতার৷

  • পুরনো দল এনসিপি-তে মিশে যেতে চেয়েছিলেন পওয়ার, দাবি মুখ্যমন্ত্রীর৷

  • সুপ্রিম কোর্টের অধীনে তদন্তের দাবি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement