North 24 Parganas News: ভাইপোর হাতেই খুন দুই কাকা! ইছাপুরে যা ঘটল শুনলে চমকে উঠবেন
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Rachana Majumder
Last Updated:
পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে ভর্তি করান। কিন্তু চিকিৎসা চলাকালীন এদিন তাঁর মৃত্যু হয়। অভিযোগ, ঘটনার সময় পরিবারের অন্য সদস্যদেরও মারধর করে অভিযুক্ত।
উত্তর ২৪ পরগনা: ভাইপোর হাতে খুন কাকা। নোয়াপাড়া থানার অন্তর্গত ইছাপুর গোয়ালাপাড়া গুরদোয়ারা এলাকায় পারিবারিক বিবাদের জেরেই কাকাকে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, নিজের কাকা কানাই প্রামাণিককে বেধড়ক মারধর করে খুন করেছে ভাইপো জয় ওরফে সৈকত প্রামাণিক।
অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে নোয়াপাড়া থানার পুলিশ। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন গভীর রাতে কানাই প্রামাণিকের উপর আচমকাই চড়াও হয় অভিযুক্ত জয়। মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন কানাই প্রামাণিক। পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে ভর্তি করান। কিন্তু চিকিৎসা চলাকালীন এদিন তাঁর মৃত্যু হয়। অভিযোগ, ঘটনার সময় পরিবারের অন্য সদস্যদেরও মারধর করে অভিযুক্ত। পরিবারের দাবি, নেশাগ্রস্ত অবস্থায় প্রায়ই বাড়িতে এসে অত্যাচার চালাত জয়।
advertisement
advertisement
তিন বছর আগেও আরও এক কাকা নব প্রামাণিককে খুনের অভিযোগ উঠেছিল এই অভিযুক্তের বিরুদ্ধে। সেই মামলায় তাকে হাজতবাসও করতে হয়েছিল। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে নোয়াপাড়া থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। এ প্রসঙ্গে উত্তর ব্যারাকপুর পুরসভার উপ-পুরপ্রধান শ্রীপর্ণা রায় জানান, পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা। অভিযুক্ত এর আগেও এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত ছিল। পরিবারের সদস্যরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 20, 2026 5:00 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: ভাইপোর হাতেই খুন দুই কাকা! ইছাপুরে যা ঘটল শুনলে চমকে উঠবেন










