Subhas Chandra Bose: নেতাজিকে নিয়ে দীর্ঘদিনের স্বপ্নপূরণ নদিয়ায়, নতুন মূর্তিকে ঘিরে আবেগে ভাসল গয়েশপুর
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Subhas Chandra Bose: বহুদিন ধরেই স্থানীয় বাসিন্দাদের ইচ্ছে ছিল তাঁদের পাড়ায় দেশনায়ক নেতাজির একটি মূর্তি স্থাপন করা হোক। অবশেষে সেই স্বপ্ন বাস্তব রূপ পাওয়ায় এলাকাজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশ।
গয়েশপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: গয়েশপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের দাবি পূরণ করে স্থাপিত হল ভারতের স্বাধীনতা সংগ্রামের বীর সেনানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি। রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘আমার পাড়া আমার সমাধান’-এর মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়িত হওয়ায় খুশির হাওয়া বইছে গোটা এলাকায়। বহুদিন ধরেই স্থানীয় বাসিন্দাদের ইচ্ছে ছিল তাঁদের পাড়ায় দেশনায়ক নেতাজির একটি মূর্তি স্থাপন করা হোক। অবশেষে সেই স্বপ্ন বাস্তব রূপ পাওয়ায় এলাকাজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশ।
বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হল, ২৩ জানুয়ারির মরশুমে নেতাজির জন্মদিনের আগেই মূর্তি স্থাপন সম্পন্ন হওয়ায় এই আনন্দ আরও কয়েকগুণ বেড়েছে। স্থানীয়দের মতে, নেতাজি কেবল একজন স্বাধীনতা সংগ্রামী নন, তিনি আত্মত্যাগ, সাহস ও দেশপ্রেমের এক জীবন্ত প্রতীক। তাঁর আবক্ষ মূর্তি আগামী প্রজন্মকে দেশপ্রেম, আত্মমর্যাদা ও সাহসিকতার পথে অনুপ্রাণিত করবে বলেই তাঁদের বিশ্বাস। এলাকার বাসিন্দারা জানান, ভারতের স্বাধীনতা আন্দোলনে বাংলার ভূমিকা গোটা বিশ্ব জানে এবং সেই ইতিহাসের গর্বিত উত্তরাধিকার বহন করেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তাই তাঁর মূর্তি তাঁদের পাড়ায় স্থাপিত হওয়া নিঃসন্দেহে গর্বের বিষয়।
advertisement
আরও পড়ুন: পুরুলিয়ার সেই গোপন আস্তানা, যেখানে রাত কাটিয়েছিলেন নেতাজি! জন্মজয়ন্তীতে প্রকাশ্যে অজানা ইতিহাস
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাঁরা আরও বলেন, ‘আমার পাড়া আমার সমাধান’ প্রকল্পের মাধ্যমে এমন একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বসম্পন্ন কাজ বাস্তবায়িত হওয়ায় তাঁরা অত্যন্ত সন্তুষ্ট। মূর্তি স্থাপনকে কেন্দ্র করে গয়েশপুর পৌর এলাকার ১০ নম্বর ওয়ার্ডে এখন আনন্দ ও গর্বের আবহ। স্থানীয়দের আশা, এই উদ্যোগ শুধু এলাকাকে নয়, আগামী প্রজন্মের মনন গঠনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
Location :
Nadia,West Bengal
First Published :
Jan 23, 2026 3:40 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Subhas Chandra Bose: নেতাজিকে নিয়ে দীর্ঘদিনের স্বপ্নপূরণ নদিয়ায়, নতুন মূর্তিকে ঘিরে আবেগে ভাসল গয়েশপুর










