Subhas Chandra Bose: পুরুলিয়ার সেই গোপন আস্তানা, যেখানে রাত কাটিয়েছিলেন নেতাজি! জন্মজয়ন্তীতে প্রকাশ্যে অজানা ইতিহাস
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Subhas Chandra Bose: নীলকন্ঠ নিবাসের আনাচে-কানাচে ছড়িয়ে রয়েছে নেতাজির স্মৃতি, নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল নেতাজির জন্মবার্ষিকী!
advertisement
advertisement
২০২৬ সালের ২৩ জানুয়ারি নেতাজির ১২৯ তম জন্মদিন পালিত হচ্ছে পুরুলিয়ার বিভিন্ন জায়গায়। ব্যতিক্রম নয় পুরুলিয়া শহরের নীলকন্ঠ নিবাস। এখানেও নেতাজির জন্মজয়ন্তী মহাসড়ম্বরে পালিত হচ্ছে। গোটা নীলকন্ঠ নিবাস সারাটা বছর এই দিনের অপেক্ষায় থাকেন। নানা সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয় নেতাজির জন্মদিনে। বহু মানুষ ভিড় করেন পুরুলিয়া শহরের এই নীলকন্ঠ নিবাসে। আজও যেন এই নীলকন্ঠ নিবাসীরা নেতাজীর স্মৃতিচারণ করে চলেছেন।
advertisement
advertisement
এদিন নীলকন্ঠ নিবাসে নেতাজির জন্মজয়ন্তী উদযাপনে অংশগ্রহণ করে পুরুলিয়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান নবেন্দু মহালি বলেন, নীলকন্ঠ নিবাস মানুষের আবেগ। এই আবেগকে বাঁচিয়ে রাখতে সমস্ত দিক থেকেই চেষ্টা চালিয়ে যেতে হবে। নেতাজির সংগ্রহশালা তৈরি হলে পরবর্তী প্রজন্মের কাছে নেতাজীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
advertisement
নেতাজির জন্মদিন উপলক্ষে সেজে উঠেছে গোটা নীলকন্ঠ নিবাস। তাঁর স্মৃতিকে বাঁচিয়ে রাখতে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন নীলকন্ঠ নিবাসের সদস্যরা। উলু ধ্বনি ও শঙ্খ ধ্বনি দিয়ে নেতাজীর জন্মদিন উৎসবে মেতে ওঠেন তারা। শহরবাসীর কাছে এক গৌরবময় দিন এটি। এই নীলকন্ঠ নিবাস জেলার ঐতিহ্য। (ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি)








