Jalpaiguri News: অল্প জলেই কেল্লাফতে! কৃত্রিম বৃষ্টিতে সবুজ চা বাগানে ফলছে স্বাদে-গন্ধে উন্নত পাতা, ডুয়ার্স-তরাইয়ে স্প্রিংকলার সেচে দারুণ সাফল্য

Last Updated:

Jalpaiguri Sprinkler Irrigation System: ডুয়ার্স ও তরাই অঞ্চলের চা বাগানে শীতকালে স্প্রিংকলার সেচ পদ্ধতি জনপ্রিয় হচ্ছে। কম জল খরচ, শ্রম ও সময় সাশ্রয়, চা পাতার গুণমান ও স্বাদ উন্নত করতে এই পদ্ধতি কার্যকর ভরসা হয়ে উঠেছে।

+
চা

চা বাগানগুলিতে শীতের মরশুমে স্প্রিংকলার সেচ পদ্ধতি ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে

জলপাইগুড়ি, সুরজিৎ দে: অল্প জলেই সেচকার্যে বাজিমাত স্প্রিংকলার পদ্ধতি। ডুয়ার্স ও তরাই অঞ্চলের চা বাগানগুলিতে শীতকালীন মরশুমে স্প্রিংকলার সেচ পদ্ধতি ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে। বর্ষা শেষ হওয়ার পর নভেম্বর থেকে মার্চ পর্যন্ত এই অঞ্চলে বৃষ্টিপাত উল্লেখযোগ্য ভাবে কমে যায়। ফলে চা গাছের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখা এবং নতুন ফ্লাশ ধরে রাখতে নিয়মিত সেচের প্রয়োজন দেখা দেয়। এই পরিস্থিতিতে কার্যকর সমাধান হিসেবে সামনে এসেছে স্প্রিংকলার সেচ ব্যবস্থা।
জল অপচয় রুখতে, গাছে যাতে জলের চাপ কম পড়ে এমনকি শুষ্ক আবহওয়ায় জল সেচের সমতা বজায় রাখতে এই সেচ পদ্ধতি বেশ কার্যকরী। চা শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মতে, এই পদ্ধতিতে তুলনামূলকভাবে কম জল ব্যবহার করেও বড় এলাকা জুড়ে সেচ করা সম্ভব। পাইপ লাইনের মাধ্যমে স্প্রিংকলার থেকে বৃষ্টির মতো জল ছিটিয়ে পড়ে। ফলে মাটিতে সমানভাবে আর্দ্রতা বজায় থাকে। এতে চা গাছের শিকড় পর্যাপ্ত জল পায় এবং গাছ জলচাপের মুখে পড়ে না।
advertisement
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারের প্রত‍্যন্ত নিউল্যান্ডস চা বাগানে সরকারি অ‍্যাম্বুলেন্স পরিষেবা! রাজ্যসভা সাংসদের উদ্যোগে চা শ্রমিক মহল্লায় খুশির হাওয়া
ডুয়ার্স ও তরাই অঞ্চলে ছোট চা গাছ থেকে শুরু করে পরিণত চা গাছ-সব ক্ষেত্রেই স্প্রিংকলার সেচ কার্যকর বলে জানাচ্ছেন বাগান কর্তৃপক্ষ। শীতকালে ছোট গাছের জন্য হালকা ও নিয়মিত জলের প্রয়োজন হয়, আবার বড় বাগানজুড়ে থাকা পরিণত গাছের ক্ষেত্রেও মাটির আর্দ্রতা ধরে রাখা জরুরি। স্প্রিংকলার সেচে এই দুই চাহিদাই একসঙ্গে পূরণ করা যায়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ শাস্ত্রীয় সংগীত সন্ধ্যার আসর! দুবরাজপুরে বিশিষ্ট শিল্পীদের পায়ের ধুলো, হাউসফুল নেপাল মজুমদার ভবন, দেখুন
চা বাগান ম্যানেজারদের দাবি, নিয়ন্ত্রিতভাবে জল দেওয়ার ফলে গাছের কোনও ক্ষতি হয় না। বরং পাতার সতেজতা বজায় থাকে, ভাল ফ্লাশ আসে এবং চা পাতার গুণমান ও স্বাদ উন্নত হয়। শীতকালে তাপমাত্রা কম থাকায় রোগের ঝুঁকিও তুলনামূলকভাবে কম থাকে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সংশ্লিষ্ট মহলের মতে, মাটির ধরন ও আবহাওয়া বুঝে নির্দিষ্ট সময়ে স্প্রিংকলার সেচ প্রয়োগ করা ডুয়ার্স ও তরাই অঞ্চলের চা বাগানে অত্যন্ত উপযোগী। তবে বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির সময় এই পদ্ধতি ব্যবহার না করাই ভাল। সব মিলিয়ে কম জল খরচে সমান সেচ, শ্রম ও সময় সাশ্রয় এবং উৎপাদিত চা পাতার মানোন্নয়নের কারণে শীতকালে স্প্রিংকলার সেচ ডুয়ার্স–তরাইয়ের চা বাগানের জন্য এক কার্যকর ভরসা হয়ে উঠছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jalpaiguri News: অল্প জলেই কেল্লাফতে! কৃত্রিম বৃষ্টিতে সবুজ চা বাগানে ফলছে স্বাদে-গন্ধে উন্নত পাতা, ডুয়ার্স-তরাইয়ে স্প্রিংকলার সেচে দারুণ সাফল্য
Next Article
advertisement
Mamata Banerjee: বিধানসভা ভোটের আগে পাখির চোখ কোন তিন প্রকল্প? জেলাশাসকদের বড় নির্দেশ মমতার
বিধানসভা ভোটের আগে পাখির চোখ কোন তিন প্রকল্প? জেলাশাসকদের বড় নির্দেশ মমতার
  • বিধানসভা ভোটের আগে তিন সরকারি প্রকল্পে বাড়তি গুরুত্ব মুখ্যমন্ত্রীর৷

  • নবান্নের বৈঠকে জেলাশাসকদের নির্দেশ৷

  • বাংলার বাড়ি, পথশ্রী, আমাদের পাড়া-আমাদের সমাধানে বাড়তি নজর মমতার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement