Republic Day Special: বাবা নেই, মা দিনমজুর! ১ বছরের পরিশ্রমে ১০৫০ ফুটের প্রজাতন্ত্র দিবসের অনন্য পোর্টেট তৈরি করে তাক লাগাল অভাবী ঘরের সন্তান
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
South 24 Parganas Republic Day Special: প্রজাতন্ত্র দিবসে দেখুন নামখানার স্কুলছাত্রের শিল্পকর্ম, তৈরি মনীষীদের ল্যান্ডস্কেপ পোর্টেট। প্রায় এক বছরের প্রচেষ্টায় তৈরি হয়েছে এই ছবি। চারকোল দিয়ে আঁকা প্রায় ১০৫০ ফুটের এই ছবি সাড়া ফেলে দিয়েছে এলাকায়।
নামখানা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: প্রজাতন্ত্র দিবসে দেখুন নামখানার স্কুলছাত্রের শিল্পকর্ম, তৈরি মনীষীদের ল্যান্ডস্কেপ পোর্টেট। প্রায় এক বছরের প্রচেষ্টায় তৈরি হয়েছে এই ছবি। চারকোল দিয়ে আঁকা প্রায় ১০৫০ ফুটের এই ছবি সাড়া ফেলে দিয়েছে এলাকায়। নামখানার হরিপুরের ১৭ বছরের তরুণ অরূপ মণ্ডলের এই কাজে সকলেই বাহবা দিচ্ছেন।
জানা গিয়েছে, প্রবল অর্থকষ্টের মধ্যে কেটেছে অরূপের ছোটবেলা। পেটের টানে মা সবজি বাগানে দিনরাত কাজ করেন। ছোটবেলাতেই বাবাকে হারিয়েছেন অরূপ। কিন্তু সেই প্রতিকূলতা তাঁর শিল্পসত্তাকে দমাতে পারেনি। ১৭ বছরের তরুণ এবার ১০৫০ স্কোয়ার ফুটের এক বিশাল ক্যানভাসে বিপ্লবীদের ছবি এঁকে সাড়া ফেলে দিয়েছেন। স্থানীয় রাজনগর বিশ্বম্ভর হাই স্কুলের একাদশ শ্রেণির ছাত্র অরূপের এই সৃষ্টি কোনও দামি রঙ-তুলিতে নয়। চারকোল গুঁড়ো করেই অরূপ ফুটিয়ে তুলেছেন দেশের স্বাধীনতা আন্দোলনের বীর যোদ্ধাদের।
advertisement
আরও পড়ুন: রাস্তায় বেপরোয়া বাইকের দাপাদাপি! বাড়ি থেকে বেরোতেই প্রাণ হারালেন বৃদ্ধ, নিমেষে ছারখার পরিবার
advertisement
১০৫০ স্কোয়ার ফুটের এই বিশাল ছবির কেন্দ্রে রয়েছেন দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু, পাশেই রয়েছেন মহাত্মা গান্ধি, ভগত সিং, জহরলাল নেহেরু এবং সরদার বল্লভভাই প্যাটেল। অরূপের শিল্পী হওয়ার পথ মোটেও মসৃণ ছিল না। বাবার মৃত্যুর পর মা সবজি চাষ করে অতি কষ্টে সংসার চালাতেন। মাকে সাহায্য করতে অরূপ পড়াশোনার ফাঁকে এলাকার ছোটদের ছবি আঁকা শিখিয়ে সামান্য উপার্জনের চেষ্টা করতেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অরূপের কথায়, “দেশনায়কের জন্য কিছু করার ইচ্ছে ছিল অনেকদিন ধরেই। তাঁদের স্মৃতিকে মানুষের কাছে পৌঁছে দিতেই এই ছবি তৈরি করেছি। সময় লেগেছে প্রায় একবছর।” অরূপের এই সৃষ্টি দেখে থমকে দাঁড়িয়েছেন স্কুলের পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষও। মাঠের অনেকটা অংশ জুড়ে দেশপ্রেমের এই ‘গ্যালারি’ দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয় বাসিন্দারাও। অভাবকে জয় করে অরূপের এই সৃষ্টিসুখের লড়াই আজ পথপ্রদর্শন করছে অনেককেই।
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Jan 26, 2026 12:18 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Republic Day Special: বাবা নেই, মা দিনমজুর! ১ বছরের পরিশ্রমে ১০৫০ ফুটের প্রজাতন্ত্র দিবসের অনন্য পোর্টেট তৈরি করে তাক লাগাল অভাবী ঘরের সন্তান









