South 24 Parganas News: রাস্তায় বেপরোয়া বাইকের দাপাদাপি! বাড়ি থেকে বেরোতেই প্রাণ হারালেন বৃদ্ধ, নিমেষে ছারখার পরিবার

Last Updated:

South 24 Parganas News: বাড়ির বাইরে পা রেখেই মৃত্যু হল এক বৃদ্ধের। ওই বৃদ্ধের নাম শম্ভুনাথ সাঁপুই (৭৮)। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রায়দিঘির ভাণ্ডারী চকে।

বাইকের ধাক্কায় মৃত বৃদ্ধ
বাইকের ধাক্কায় মৃত বৃদ্ধ
রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: বাড়ির বাইরে পা রেখেই মৃত্যু হল এক বৃদ্ধের। ওই বৃদ্ধের নাম শম্ভুনাথ সাঁপুই (৭৮)। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রায়দিঘির ভাণ্ডারী চকে। সূত্রের খবর, বাড়ি থেকে বের হয়ে রাস্তার পাশে সবেমাত্র দাঁড়িয়েছিলেন তিনি। সেই সময় একটি বাইক এসে তাকে ধাক্কা মারে। ঘটনার পর বাইক চালক পালিয়ে যায়। কিন্তু এক আরোহীকে ধরে ফলে স্থানীয়রা। তাকে থানায় তুলে দেয় স্থানীয়রা।
এমন দুর্ঘটনায় শম্ভুনাথকে বাঁচানো যায়নি। তাকে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয়রা এই ঘটনায় ক্ষোভ ব্যক্ত করেছেন। ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছয় রায়দিঘি থানার পুলিশ। তারা স্থানীয়দের হাতে ধরা পড়া বাইক আরোহীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তাকে জিজ্ঞাসাবাদ করে বাইক চালকের খোঁজ শুরু করেছে পুলিশ।
advertisement
advertisement
বাইক অতিরিক্ত গতিতে চালানো হচ্ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সকলেই। ঘটনার পর তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহটি হাসপাতাল থেকে উদ্ধার করে ডায়মন্ড হারবার পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাইকের অতিরিক্ত গতি কমাতে সচেতনতা অভিযান শুরু করার কথা ভাবছে পুলিশ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নতুন করে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি হাতে নেওয়া হবে। ব্যাপক সচেতনতা এই ধরণের প্রাণহানি রুখতে পারে বলে মনে করা হচ্ছে। তবে বাইক চালকের দ্রুত গ্রেফতারির দাবি তুলেছেন স্থানীয়রা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: রাস্তায় বেপরোয়া বাইকের দাপাদাপি! বাড়ি থেকে বেরোতেই প্রাণ হারালেন বৃদ্ধ, নিমেষে ছারখার পরিবার