South 24 Parganas News: সুন্দরবনবাসীর দুর্ভোগের অবসান! গরমে আর শুকিয়ে যাবে না খালগুলির জল, প্রশাসনের ব্যবস্থায় আশার আলো দেখছেন অনেকে
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
South 24 Parganas News: সত্যি সত্যিই এভাবে জল এলে সুন্দরবন এলাকায় চাষের ক্ষেত্রে বিপ্লব দেখা দেবে বলে মনে করছেন অনেকে।
মথুরাপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিকঃ শীতকাল প্রায় শেষের দিকে, কিন্তু এর মধ্যেই সুন্দরবনের বিভিন্ন খালের জল শুকিয়ে এসেছে। প্রতিবছর এই জল না থাকায় কৃষিকাজের সমস্যা হয়। তবে এই বছর আর জলের সমস্যা হবে না। চাষের কাজে সহযোগিতার জন্য যে খাল রয়েছে গ্রীষ্মে সেই খালের একাংশে জল থাকত না। বেশ কয়েক বছর ধরে সরকারিভাবে সেই খালগুলি সংস্কার করা হয়েছে। ফলে এই বছর ডায়মন্ড হারবার নদী থেকে খালগুলিতে জল ছাড়া হবে। এছাড়াও ‘জল ধরো জল ভরো’ প্রকল্পের মাধ্যমেও জল ধরে রাখা হয়েছে।
চাষের জন্য ডায়মন্ড হারবার থেকে খালে জল সরবরাহ করা হয়। সেই জল আসার পথে একাধিক জায়গায় বাধার সম্মুখীন হত। কোনও কোনও জায়গায় খালের উপর তৈরি করা হয়েছে অস্থায়ী বাঁধ, রয়েছে অবৈধ নির্মাণ। ফলে জলের সমস্যা লেগেই থাকত।
আরও পড়ুনঃ শীত শেষে জঙ্গলমহল ছাড়ছেন শিউলিরা, খেজুর রসের স্মৃতি বুকে নিজের ঠিকানায় ফেরার স্বস্তি, অপেক্ষায় প্রিয়জনরা
মূলত এই সেচখাল দিয়ে ডায়মন্ড হারবার থেকে মগরাহাট, মন্দিরবাজার হয়ে মথুরাপুর ১ এবং ২ নং ব্লকে জল প্রবেশ করে। সেই জন্য সেচখালে জল থাকা খুবই জরুরি। এই সমস্যা সমাধানে সম্প্রতি একাধিক জায়গায় খাল সংস্কার করা হয়েছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যদিও চাষিরা এই ঘোষণায় এখনও ঠিক মতো ভরসা পাচ্ছেন না। তাঁদের দাবি, বেশ কয়েক বছর জল পাওয়া যায়নি। ফলে খুব সমস্যা হয়েছে। চাষ বন্ধ করে দিতে হয়েছিল। এই বছর জল কমতে বসেছে। যদিও খালগুলি সংস্কার করা হয়েছে। তবে খাল সংস্কার করায় স্থানীয়রা কিছুটা হলেও খুশি। এবার সত্যি সত্যিই এভাবে জল এলে সুন্দরবন এলাকায় চাষের ক্ষেত্রে বিপ্লব দেখা দেবে।
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Jan 30, 2026 2:28 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: সুন্দরবনবাসীর দুর্ভোগের অবসান! গরমে আর শুকিয়ে যাবে না খালগুলির জল, প্রশাসনের ব্যবস্থায় আশার আলো দেখছেন অনেকে









