South 24 Parganas News: জয়নগরে যন্ত্রণার রাজত্ব, রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স থেকে পুলিশের গাড়ি! একবার ঢুকলে বেরোতে দম ছুটে যাবে

Last Updated:

South 24 Parganas News: অফিস টাইমে রাস্তায় বড় লরি, সংকীর্ণ রাস্তা অটো টোটোর দখলে। জয়নগরের রাস্তায় যানজটে নাজেহাল মানুষ।

যানজটের চিত্র জয়নগরে 
যানজটের চিত্র জয়নগরে 
দক্ষিণ ২৪ পরগনা, জয়নগর সুমন সাহা: একে রাস্তা সংকীর্ণ, তার ওপরে যেখানে সেখানে অটো দাঁড়িয়ে যাচ্ছে। আর এর জেরে ঘন্টার পর ঘন্টা যানজট। হেঁটে যাওয়ার জায়গাটুকুও নেই। নাভিশ্বাস উঠছে মানুষের। এটাই রোজকার চিত্র জয়নগর শহরের। যানজটে আটকে থাকছে অ্যাম্বুলেন্সও। আর সব জেনেও নীরব পুলিশ প্রশাসন। এই প্রসঙ্গে জয়নগর মজিলপুর পুরসভার চেয়ারম্যান সুকুমার হালদার বলেন, ‘সত্যি যানজট বেড়ে চলেছে।
পুলিশ ও পুরসভা মিলে সমাধানের চেষ্টা হয়েছিল। কয়েকদিন ঠিক থাকলেও আবার পুরনো অবস্থায় ফিরে গিয়েছে পরিস্থিতি। তবে বিষয়টি নিয়ে আমরা ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিচ্ছি।’ আর বারুইপুর পুলিশ জেলার এক আধিকারিক বলেন, ‘বড় লরি কখন এই শহরে ঢুকতে পারবে, তার কোনও নির্দিষ্ট নিয়ম নেই। তবে যানজট সমস্যা দূর করার চেষ্টা হচ্ছে।’ উল্লেখ্য, জয়নগর শহরে ঢোকার মুখে উত্তরপাড়া মোড় থেকে শুরু হয় যানজট। গঞ্জের মোড়ে বাজারের দিকে এগোলে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে।
advertisement
advertisement
রাস্তা সংকীর্ণ। তার মধ্যে ঢুকে পড়েছে পরপর বড় লরি। অভিযোগ, ওই এলাকায় থাকে না কোনও ট্রাফিক পুলিশ। তবে আছেন সিভিক ভলান্টিয়ারা। কিন্তু তাঁদেরকে থোড়াই কেয়ার করেন লরি চালকরা। থানার মোড়ের কাছে গিয়ে গাড়ি আর এগোতে পারে না। কারণ, রাস্তার দু’ধারে যত্রতত্র দাঁড়িয়ে থাকে বাইক। মাঝ রাস্তায় দাঁড়িয়ে যাত্রী তোলে টোটো-অটো। অন্যদিকে ঢিল ছোঁড়া দূরত্বে জয়নগর থানা। এই ব্যস্ত রাস্তায় যাতায়াত করতে গিয়ে যানজটে আটকে পড়ছে পুলিশের গাড়িও।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
একই অবস্থা রথতলা মোড়েও। স্টেশন রোডের অবস্থাও একই। এখানেও রাস্তার দু’পাশে অটোর লম্বা লাইন দেখা যায়। কয়েকজন সিভিক ভলান্টিয়ার নিয়ন্ত্রণ করতে গিয়ে হিমশিম খান। এই পরিস্থিতিতে তিতিবিরক্ত স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীরা। যানজটে রাস্তায় আটকে পড়ে আটকে অ্যাম্বুলেন্সও। অনেক সময় রোগীরল অবস্থার অবনতি হয়। দ্রুত এই সমস্যা থেকে মুক্তি চাইছেন স্থানীয়রা। চাইছেন প্রশাসনের পদক্ষেপ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: জয়নগরে যন্ত্রণার রাজত্ব, রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স থেকে পুলিশের গাড়ি! একবার ঢুকলে বেরোতে দম ছুটে যাবে