South 24 Parganas News: মগরাহাটে ভয়াবহ দুর্ঘটনা! লরির ধাক্কায় প্রাণ গেল বাইক চালকের, উৎসবের আবহে নেমে এল শোকের ছায়া

Last Updated:

South 24 Parganas News: তরতাজা যুবকের এই পরিণতি মেনে নিতে পারছেন না কেউ। কান্নায় ভেঙে পড়েছেন বাড়ির লোক। 

পরিজনেরা কান্নায় ভেঙে পড়েছে
পরিজনেরা কান্নায় ভেঙে পড়েছে
মগরাহাট, দক্ষিণ ২৪ পরগনা, আনিশ উদ্দিন মোল্লাঃ একদিকে যখন সরস্বতী পুজো নিয়ে মাতোয়ারা গোটা বাংলা, সেই সময় মগরাহাটে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক তরতাজা যুবক। মৃতের নাম কামাল হোসেন মোল্লা। তিনি মগরাহাট কুমোরপাড়া এলাকার বাসিন্দা।
শুক্রবার সকাল থেকে বাগদেবীর আরাধনায় মেতেছেন সকলে। উৎসবের এই আবহে মগরাহাটে লরির ধাক্কায় মৃত্যু হল এক বাইক চালকের। দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাট থানার মাগুর পুকুর এলাকায় ঘটনাটি ঘটেছে।
আরও পড়ুনঃ ১১৪ বছর পুরনো বর্ধমানের সরস্বতী পুজো! বিসর্জনের পর আজও দেওয়া হয় চানাচুর-চকোলেট, ঐতিহ্য ধরে রেখেছে চৌধুরী পরিবার
জানা যায়, শুক্রবার বাড়ি থেকে বাইকে চেপে বারুইপুরের দিকে যাচ্ছিলেন কামাল হোসেন মোল্লা। সেই সময়ই ঘটে দুর্ঘটনা। মাগুর পুকুরে পিছন থেকে একটি লরি ধাক্কা মারে। অন্যদিকে সামনে থাকা একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পোস্টে ধাক্কা দেয়।
advertisement
advertisement
এই ঘটনার পর বাইক চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে মগরাহাট থানার পুলিশ। সেই সঙ্গেই শুরু হয়েছে ঘটনার তদন্ত।
এই ঘটনায় মৃতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তরতাজা যুবকের এই পরিণতি মেনে নিতে পারছেন না কেউ। কান্নায় ভেঙে পড়েছেন বাড়ির লোক।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: মগরাহাটে ভয়াবহ দুর্ঘটনা! লরির ধাক্কায় প্রাণ গেল বাইক চালকের, উৎসবের আবহে নেমে এল শোকের ছায়া