South 24 Parganas News: নরেন্দ্রপুরে জাল নোট তৈরির কারখানার সন্ধান! আটক বিপুল পরিমাণ জাল নোট
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Suman Biswas
Last Updated:
South 24 Parganas News: টাকার নোট তৈরির পেজ সহ ৫০ টাকার নোট তৈরির পাতা ও ২০০ টাকার জাল নোট তৈরির পাতা উদ্ধার হয়।
নরেন্দ্রপুর ,সুমন সাহা: সোনারপুরের রাজপুর এলাকায় ধরা পরল জাল নোট তৈরির কারখানা। কলকাতার উপকণ্ঠে নরেন্দ্রপুর থানায় এলাকায় রামকৃষ্ণ পল্লী তেঘরিয়া দশনি পাড়াতে জাল নোট তৈরির কারখানা খোলা হয়েছিল একটি বাড়ির একতলায় ঘর ভাড়া নিয়ে। সেখান থেকে তিনটি কালার স্ক্যানার প্রিন্টার আটক করে এস টিএফ। ১০০ টাকার নকল নোট তৈরির দুটি পেজ সহ তিনটি ১০০ টাকার নোটো তৈরির সাদা পেজ উদ্ধার করে পুলিশ। এর পাশাপাশি ৫০০ টাকার নোট তৈরির পেজ সহ ৫০ টাকার নোট তৈরির পাতা ও ২০০ টাকার জাল নোট তৈরির পাতা উদ্ধার হয়।
এগুলির ওপরেই আসল টাকার মত বিভিন্ন ধরনের নোট ছাপা হত। ওই জাল নোট তৈরির কারখানায় হানা দিয়ে এস টি এফ ৮৪ টি জেল ১০০ টাকার নোট ১৪ টি জাল ২০০ টাকার নোট, ৮টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করে। এর পাশাপাশি ১০০ দুশো এবং ৫০ টাকার জাল নোটের একাধিক কপি উদ্ধার হয়। নটি সবুজ রঙের জিলেটিন পেন এবং নগদ ২২ হাজার টাকা উদ্ধার হয়েছে। এই জাল নোট তৈরির কারখানা চালান এবং জাল নোট কারবারের সঙ্গে যুক্ত থাকার অপরাধী তিনজনকে গ্রেফতার করেছে এস ডি এফ। ধৃতরা হলেন অলোক নাগ ,অয়ন নাগ ও শ্যামবাবু পাসোওয়ান।
advertisement
advertisement
ধৃতদের মধ্যে অলোক নাগ এবং অয়ন নাগের বাড়ি নরেন্দ্রপুর থানায় এলাকার সোনারপুরে। অপরদিকে শ্যামবাবু পাসওয়ার্ডের বাড়ি খড়দা থানা এলাকার টিটাগড়ে । ধৃতদের কাছ থেকে এস টি এফ এর অফিসাররা মোট ৯২০০ টাকার জাল নোট উদ্ধার করেছে। এরমধ্যে ৫০০ টাকার নোট ১৪ টি ২০০ টাকার নোট দশটি ১০০ টাকার নোট দুটি রয়েছে।
advertisement
এই চক্রে বাকিদের সন্ধান পেতে বৃহস্পতিবার ধৃতদের আদালতে পেশ করা হলে তদন্তের স্বার্থে আদালত তাদের ২৮ জানুয়ারি পর্যন্ত এস টি এফ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। এই চক্র কত দিন ধরে সক্রিয় ছিল তা জানতে শুরু হয়েছে তদন্ত।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 16, 2026 4:26 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: নরেন্দ্রপুরে জাল নোট তৈরির কারখানার সন্ধান! আটক বিপুল পরিমাণ জাল নোট











