Jalpaiguri News: সন্ধ্যা নামলেই ‘পাথর বৃষ্টি’! কে ছুঁড়ছে? কেন? রহস্যময় কাণ্ডে ডুয়ার্সের আদর্শপাড়ায় আতঙ্কে বাসিন্দারা
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Ankita Tripathi
Last Updated:
Jalpaiguri News: ডুয়ার্সের তেসিমলা গ্রাম পঞ্চায়েতের আদর্শপাড়ায় রহস্যজনক পাথর নিক্ষেপের ঘটনায় চরম আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। গত ১০ থেকে ১২ দিন ধরে সন্ধ্যা নামলেই একের পর এক বাড়ির টিনের চালের ওপর আচমকা পাথর পড়ছে।
জলপাইগুড়ি, সুরজিৎ দে: ডুয়ার্সের তেসিমলা গ্রাম পঞ্চায়েতের আদর্শপাড়ায় রহস্যজনক পাথর নিক্ষেপের ঘটনায় চরম আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। গত ১০ থেকে ১২ দিন ধরে সন্ধ্যা নামলেই একের পর এক বাড়ির টিনের চালের ওপর আচমকা পাথর পড়ছে। হঠাৎ হঠাৎ হওয়া এই ‘পাথর বৃষ্টি’র জেরে রাতের ঘুম উড়েছে এলাকার মানুষের। বিশেষ করে আদর্শপাড়ার ৪–৫টি বাড়িকে লক্ষ্য করে বারবার ঢিল পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, সন্ধ্যার পর থেকেই শুরু হয় এই রহস্যজনক ঘটনা। কোথা থেকে বা কে এই পাথর ছুড়ছে, তা কেউই বুঝে উঠতে পারছেন না। আশপাশে জঙ্গল বা উঁচু কোনও জায়গা না থাকা সত্ত্বেও পাথর এসে পড়ছে টিনের চালের ওপর, যা আতঙ্ক আরও বাড়িয়েছে। খবর পেয়ে মালবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েকটি পাথর উদ্ধার করেছে। তবে এখনও পর্যন্ত কাউকে চিহ্নিত করা সম্ভব হয়নি।
advertisement
আরও পড়ুন: গিজারই হয়ে যেতে পারে প্রাণঘাতী! খুব সাবধান, ব্যবহারের সময় এই ভুলগুলি করলেই সর্বনাশ, এখনই জেনে নিন
advertisement
মালবাজার থানার পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। তেসিমলা গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়ন্ত বর্মন জানান, পুলিশ তদন্ত চালালেও এখনও রহস্যের কিনারা করা যায়নি। গ্রামবাসীদের মধ্যে নানা গুজব ছড়ালেও প্রশাসনের তরফে মানুষকে আতঙ্কিত না হয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 16, 2026 9:10 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jalpaiguri News: সন্ধ্যা নামলেই ‘পাথর বৃষ্টি’! কে ছুঁড়ছে? কেন? রহস্যময় কাণ্ডে ডুয়ার্সের আদর্শপাড়ায় আতঙ্কে বাসিন্দারা








