Howrah News: খালের জলে দুর্গন্ধ, পাশ দিয়ে হেঁটে যেতে গা গুলিয়ে ওঠার জো! পচা জলই গড়ফা খালপাড়বাসীর সম্বল, নিদারুণ কষ্টের জীবন
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Howrah Water Crisis: হাওড়ার গড়ফা খালপাড় এলাকায় তীব্র জল কষ্ট। খাল দিয়ে বইছে পচা দুর্গন্ধময় নোংরা কালো জল। পাশ দিয়ে মানুষ হেঁটে যেতে নাক সিটকায়। কিন্তু সেই পচা জলই নিত্যনৈমিত্তিক কাজে ব্যবহার করতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা।
হাওড়া, রাকেশ মাইতি: রয়েছে রাশি রাশি জল, তবু এখানে মানুষের জলের অভাব। খালপাড়ে বসতি, যেখানে অনবরত রাশি রাশি জল বইছে, কিন্তু খালের দুই পাড়ের মানুষের জীবন-যাপনে বড়ই জলের অভাব। শুদ্ধ জল যেন সোনার থেকেও দামী এখানে। খাল দিয়ে বইছে পচা দুর্গন্ধময় নোংরা কালো জল। খাল পাড় দিয়ে মানুষ হেঁটে যেতে নাক সিটকায়। কিন্তু স্থানীয় মানুষ পচা খালকে আপন করে নিতে বাধ্য হয়েছে। প্রতিদিন নিত্যনৈমিত্তিক কাজে পচা কালো জলই ব্যবহার করছে মানুষ।
গড়ফা খালপাড় হাওড়া পুরসভার ৪৬ নম্বর ওয়ার্ডের অংশ এটি। স্থানীয়দের কথায়, এই এলাকায় শতাধিক পরিবারের বসবাস। সরকারি মাত্র ২টি টিউবওয়েল রয়েছে। দু’টি কলের মধ্যে একটি খারাপ হলেই সমস্যায় পড়তে হয়। এলাকার অদূরেই সাঁতরাগাছি রেল ইয়ার্ড। জলের জন্য অনেক সময় সেখানে পৌঁছয় এখানকার মানুষজন।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে ২০০০ বন্যা কবলিতকে পাট্টা বিতরণ! ছাদ জুটবে গরিব পরিবারগুলোর, গ্রামীণ আবাস প্রকল্পের এক ঐতিহাসিক মুহূর্ত
সেখানে জল নিতে যেমন রেললাইন পেরিয়ে যেতে প্রাণের ঝুঁকি থাকে সেই সঙ্গে নানা সমস্যার সম্মুখীনও হতে হয়। অনেক সময় কষ্ট করেও জল মেলে না। ফলে শুদ্ধ জলের হাহাকার লেগেই থাকে এলাকায়। গড়ফা খালপাড়ের বহু পরিবার জলের সমস্যায় ভুগছেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় বাসিন্দা কাকলি মালিক, কচি মালিক, সোনাই রানা-সহ অন্যান্যরা জানাচ্ছেন, এলাকায় পাকা রাস্তা আলোর ব্যবস্থা থাকলেও জলের বড়ই অভাব। যে কারণে বাধ্য হয়ে মানুষকে পচা নোংরা কালো খালের জল ব্যবহার করতে হয়। এ বিষয়ে বারবার প্রশাসনকে আবেদন নিবেদন জানিয়েও মেলেনি সুরহা, অভিযোগ স্থানীয়দের।
Location :
Haora (Howrah),Haora,West Bengal
First Published :
Jan 29, 2026 12:57 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Howrah News: খালের জলে দুর্গন্ধ, পাশ দিয়ে হেঁটে যেতে গা গুলিয়ে ওঠার জো! পচা জলই গড়ফা খালপাড়বাসীর সম্বল, নিদারুণ কষ্টের জীবন










