Saraswati Puja 2026: রাত জাগা উৎসবে রঙিন কালনা! থিমের আলোয় জমজমাট চারদিনের সরস্বতী পুজো, বাড়ি বসেই দেখুন কিছু সেরা মণ্ডপ
- Reported by:Bonoarilal Chowdhury
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Saraswati Puja 2026: চন্দননগরের জগদ্ধাত্রী পুজো, শান্তিপুরের কালীপুজো বা নবদ্বীপের রাস উৎসবের মতোই কালনায় সরস্বতী পুজো মানেই চারদিনের বর্ণাঢ্য উৎসব।
কালনা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরীঃ থিমের আলোয় জমজমাট চারদিনের সরস্বতী পুজো। আলোর রোশনাইয়ে সেজে উঠেছে কালনা। বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম সরস্বতী পুজো। মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় মেতে ওঠে বাংলা। সাধারণত একদিনের এই পুজো হলেও উৎসবপ্রিয় বাঙালির হাত ধরে কোথাও কোথাও তা ভিন্ন মাত্রা পায়। ঠিক যেমন পূর্ব বর্ধমান জেলার কালনা শহর।
চন্দননগরের জগদ্ধাত্রী পুজো, শান্তিপুরের কালীপুজো বা নবদ্বীপের রাস উৎসবের মতোই কালনায় সরস্বতী পুজো মানেই চারদিনের বর্ণাঢ্য উৎসব। এই কয়েকটা দিন গোটা কালনা শহর যেন এক আলোকময় নগরীর রূপ নেয়। বিশাল প্রতিমা, অভিনব থিমের মণ্ডপ, চোখধাঁধানো আলোকসজ্জা আর মেলার আমেজ, সব মিলিয়ে সরস্বতী পুজোই কালনা শহরের সবচেয়ে বড় উৎসব।
আরও পড়ুনঃ স্কুলের পুজোতেও থিমের চমক! পুরুলিয়ার বিদ্যালয়ের নিবেদন ‘সহজ পাঠ’, চারদিন ধরে চলবে বাগদেবীর আরাধনা
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে থিম পুজোর জাঁকজমক। মণ্ডপ, আলো ও প্রতিমা নির্মাণে প্রতি বছর নতুনত্ব আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন পুজো কমিটি। এই বছরের পুজোয় বিশেষভাবে নজর কেড়েছে আমলা পুকুর ইয়ং বয়েজ ক্লাব। পুজোর ৩৬ তম বর্ষে পদার্পণ করে তাঁরা পরিবেশবান্ধব ভাবনায় সাজিয়েছে নিজেদের মণ্ডপ। ফেলে দেওয়া বাইক ও সাইকেলের স্পেয়ার পার্টস, পরিত্যক্ত সামগ্রী ব্যবহার করে গড়ে তোলা এই মণ্ডপ দর্শকদের কাছে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে।
advertisement
advertisement
অন্যদিকে রয়্যাল ক্লাব তাঁদের থিমে তুলে ধরেছে এক নস্টালজিক ডাকঘর। কাঠের কারুকার্যে সাজানো এই মণ্ডপে প্রবেশ করলেই যেন ফিরে যাওয়া যায় চিঠি লেখা আর স্মৃতিমাখা পুরনো দিনের জগতে। ওয়ান্টেড বয়েজের থিম ‘পিরামিড টু পয়েন্ট ও’ এর মাধ্যমে আধুনিক ভাবনাকে শিল্পের রূপ দিয়েছে। গোলক সমিতি আবার ইতিহাসের পাতায় ফিরে গিয়ে পুরনো দিনের নানা ভাবনাকে নতুন আঙ্গিকে তুলে ধরেছে। ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পুটনিক ৭০ ক্লাব। জাল দিয়ে তৈরি দেবী সরস্বতীর প্রতিমা দর্শকদের মধ্যে কৌতূহল ও আকর্ষণ সৃষ্টি করেছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রাত নামতেই কালনার সরস্বতী পুজো পায় এক অন্য রূপ। বর্ণিল আলোকসজ্জায় মণ্ডপ থেকে মণ্ডপে উপচে পড়ে মানুষের ঢল। তারাপীঠ মহাশ্মশানের আদলে সাজানো মণ্ডপ থেকে শুরু করে বেনারসের গঙ্গা আরতির অনুকরণ, শিশুদের মনোরঞ্জনের জন্য ডিজনিল্যান্ড থিম, সব মিলিয়ে রাত যত বাড়ছে, ততই জমজমাট হচ্ছে উৎসব। চারদিনব্যাপী এই সরস্বতী পুজোয় থিম, শিল্পভাবনা আর মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, কালনায় সরস্বতী পুজো শুধুই ধর্মীয় আচার নয়, বরং এক মহা সাংস্কৃতিক উৎসব, যা দিনের পাশাপাশি রাতেও রঙিন হয়ে ওঠে।
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
Jan 24, 2026 5:05 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Saraswati Puja 2026: রাত জাগা উৎসবে রঙিন কালনা! থিমের আলোয় জমজমাট চারদিনের সরস্বতী পুজো, বাড়ি বসেই দেখুন কিছু সেরা মণ্ডপ









