Saraswati Puja 2026: স্কুলের পুজোতেও থিমের চমক! পুরুলিয়ার বিদ্যালয়ের নিবেদন 'সহজ পাঠ', চারদিন ধরে চলবে বাগদেবীর আরাধনা
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Saraswati Puja 2026: চারদিন ধরে এই পুজো চলবে। থাকবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জিঃ রাজ্য জুড়ে পূজিত হচ্ছেন বাগদেবী। শহর থেকে গ্রাম, সর্বত্রই উৎসবের আমেজ। পুরুলিয়াও ব্যতিক্রম নয়। শহরের ঐতিহ্যবাহী থিম পুজোগুলির মধ্যে অন্যতম পুরুলিয়ার মিউনিসিপাল ম্যানেজ হাই স্কুল তথা এম এম হাইস্কুল। এবার ৯৭ তম বর্ষে পদার্পণ করেছে এই বিদ্যালয়ের সরস্বতী পুজো।
প্রতিবছর এই বিদ্যালয়ের থিম সকলের নজর কাড়ে। এবারও তার ব্যতিক্রম হয়নি। এই বছর তাঁদের মূল থিম ‘সহজ পাঠ’। এছাড়াও রাজ্য সরকারের নানা প্রকল্পগুলিকে আর্ট গ্যালারির আকারে তুলে ধরা হয়েছে। এই সমস্ত প্রকল্পগুলির বিষয়ে ছাত্রছাত্রীদের সার্বিক ধারণা প্রদান করতে এই থিম করা হয়েছে।
আরও পড়ুনঃ এক হাতে ব্যাট, অন্য হাতে বিশ্বকাপ! কাটোয়ায় টিম ইন্ডিয়ার জার্সিতে বাগদেবী, ‘কিউট’ সরস্বতীতে মহিলা ক্রিকেটারদের প্রতি শ্রদ্ধা
পাশাপাশি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বন্দে মাতরম’ গানের ১৫০ বছর পূর্তি এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫০ বছর পূর্তি নিয়েও বিদ্যালয়ের প্রাঙ্গণ সাজানো হয়েছে। একই সঙ্গে পুরুলিয়া জেলার লোকসংস্কৃতিগুলিকেও বিভিন্ন আর্ট গ্যালারির মাধ্যমে তুলে ধরা হয়েছে। পুজোর পাশাপাশি এখানে চারদিন ব্যাপী নানা সংস্কৃতি অনুষ্ঠান থাকবে। একেবারে দুর্গাপুজোর মতোই পুরুলিয়ার এম এম হাইস্কুলে সরস্বতী পুজোর আমেজ উপভোগ করা যাবে।
advertisement
advertisement
এই বিষয়ে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা সভাপতি বিলাল খান বলেন, ৯৭ তম বর্ষে জমজমাট স্কুলের সরস্বতী পুজো। চারিদিক সেজে উঠেছে। চারদিন ধরে এই পুজো চলবে। থাকবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। সব মিলিয়ে, একেবারে জমজমাট এই পুজো।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্কুলের ছাত্ররা বলেন, প্রায় একমাস ধরে তাঁদের স্কুলের সরস্বতী পুজোর প্রস্তুতি চলে। তাঁরাও সবকিছুতে অংশগ্রহণ করে। বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ তাঁদের স্কুলে ভিড় করেন। এটা খুবই ভাললাগার বিষয়। এই সরস্বতী পুজো উপলক্ষে বর্তমান ছাত্রদের পাশাপাশি স্কুলের প্রাক্তনীদেরও পুনর্মিলন উৎসব পালন করা হয়। নবীন ও প্রবীণরা মিলে অভিনবভাবে সবকিছু সাজিয়ে তোলেন। সারা বছর এই পুজোর অপেক্ষায় থাকেন সকলে।
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
Jan 24, 2026 4:51 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Saraswati Puja 2026: স্কুলের পুজোতেও থিমের চমক! পুরুলিয়ার বিদ্যালয়ের নিবেদন 'সহজ পাঠ', চারদিন ধরে চলবে বাগদেবীর আরাধনা







