Saraswati Puja 2026: রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্তদের হাতে তৈরি সরস্বতী প্রতিমা! দেখলেই পছন্দ হবে গ্যারান্টি, জলের দরে বিক্রি হচ্ছে নদিয়ার কৃষ্ণনগরে
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Saraswati Puja 2026: নদিয়া জেলা মৃৎশিল্পের জন্য দেশ-বিদেশে খ্যাত। এখানকার শিল্পীদের হাতে গড়া পুতুল, মূর্তি ও প্রতিমা রাজ্যের সীমানা ছাড়িয়ে বিদেশেও পাড়ি দেয়। জেলা জুড়ে রয়েছেন একাধিক রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মৃৎশিল্পী।
কৃষ্ণনগর, নদিয়া, মৈনাক দেবনাথ: নদিয়া জেলা মৃৎশিল্পের জন্য দেশ-বিদেশে খ্যাত। এখানকার শিল্পীদের হাতে গড়া পুতুল, মূর্তি ও প্রতিমা রাজ্যের সীমানা ছাড়িয়ে বিদেশেও পাড়ি দেয়। জেলা জুড়ে রয়েছেন একাধিক রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মৃৎশিল্পী। বিশেষ করে কৃষ্ণনগর ও ঘূর্ণি অঞ্চল এই শিল্পের জন্য সুপরিচিত। সূক্ষ্ম কারুকাজ, বাস্তবধর্মী রূপ এবং নিখুঁত রঙের ব্যবহারে কৃষ্ণনগরের মাটির প্রতিমা আলাদা পরিচিতি পেয়েছে।
সামনেই সরস্বতী পুজো। তার আগেই ব্যস্ত হয়ে উঠেছে কৃষ্ণনগরের মৃৎশিল্প পাড়া। ছোট-বড় নানা আকারের সরস্বতী প্রতিমা তৈরি করছেন শিল্পীরা। এই প্রতিমাগুলি শুধুমাত্র নদিয়া বা পশ্চিমবঙ্গেই নয়, দেশের বিভিন্ন রাজ্যেও পাঠানো হয়। সারা বছরই কৃষ্ণনগরের তৈরি প্রতিমার চাহিদা থাকে বলে জানান শিল্পীরা।
advertisement
advertisement
তবে চলতি বছরে উৎপাদন তুলনামূলকভাবে কম হয়েছে। অতিরিক্ত ঠান্ডার কারণে প্রতিমা শুকোতে সমস্যা হওয়ায় কাজ ব্যাহত হয়েছে বলে জানাচ্ছেন মৃৎশিল্পীরা। কৃষ্ণনগর রথতলা পালপাড়ার শিল্পী মনোজ পাল জানান, অন্যান্য বছরে তিনি প্রায় ৫০০ টি প্রতিমা তৈরি করতেন। কিন্তু এই বছর অতিরিক্ত ঠান্ডার জন্য তা সম্ভব হয়নি। চলতি মরশুমে তিনি প্রায় ৩৫০ টি প্রতিমা তৈরি করতে পেরেছেন। মনোজ পাল আরও বলেন, ঠান্ডার কারণে মাটির কাজ ঠিকভাবে বসছে না, শুকোতেও বেশি সময় লাগছে। ফলে সময়মতো অর্ডার পূরণ করা কঠিন হয়ে পড়েছে। তবুও শিল্পীরা আশা করছেন, আবহাওয়া অনুকূল হলে শেষ মুহূর্তে কিছুটা হলেও উৎপাদন বাড়ানো যাবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সব প্রতিকূলতার মাঝেও ঐতিহ্যবাহী এই মৃৎশিল্পকে বাঁচিয়ে রাখতে নিরলস পরিশ্রম চালিয়ে যাচ্ছেন কৃষ্ণনগরের শিল্পীরা। তাদের হাতের ছোঁয়ায় তৈরি সরস্বতী প্রতিমা এবারও পুজোর মণ্ডপে শোভা পাবে এই আশাতেই দিনরাত এক করে কাজ করছেন তারা।
Location :
Nadia,West Bengal
First Published :
Jan 21, 2026 7:54 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Saraswati Puja 2026: রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্তদের হাতে তৈরি সরস্বতী প্রতিমা! দেখলেই পছন্দ হবে গ্যারান্টি, জলের দরে বিক্রি হচ্ছে নদিয়ার কৃষ্ণনগরে









