Woman Inspirational Story: হাতে খুন্তি, চোখে স্বপ্ন! রান্নাঘর থেকে ফুটপাথের দোকান, পুরুলিয়ার বুলুরানীর জীবনযুদ্ধের গল্প হার মানাবে সিনেমাকেও
- Reported by:Shantonu Das
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Purulia Woman Inspirational Story: সংসারের অভাব ঘোচাতে খুন্তি ধরেছেন হাতে। চাউমিন, এগরোল আর চিকেন পকোড়ার পসরা সাজিয়ে আজ তিনি স্বাবলম্বী। পুরুলিয়ার বুলুরানী দেবীর হার না মানা জীবনযুদ্ধ এবং সফল ব্যবসায়ী হয়ে ওঠার কাহিনী আজ হাজার হাজার মহিলার কাছে অনুপ্রেরণা। পড়ুন এক লড়াকু নারীর সাফল্যের কথা।
পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার কাশীপুরের এক সাধারণ গৃহবধূ ও স্বনির্ভর দলের সদস্যা বুলুরানী দাস আজ আত্মনির্ভরশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছেন। নিজের অদম্য ইচ্ছাশক্তি ও নিরলস পরিশ্রমের জোরে তিনি শুরু করেছেন একটি খাবারের স্টল, যার মাধ্যমে ধীরে ধীরে তিনি হয়ে উঠছেন স্বাবলম্বী। নিজের হাতে তৈরি চা, বিরিয়ানি, ডিম সিদ্ধ, এগরোল, চাউমিন, চিকেন পকোড়া-সহ নানা রকম সুস্বাদু খাবার এই স্টলে বিক্রি করেন বুলুরানী। ঘরোয়া স্বাদের এই খাবার অল্প সময়ের মধ্যেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। বর্তমানে জেলার বিভিন্ন প্রান্তে সরকারি অনুষ্ঠান ও মেলায় নিয়মিতভাবে তাঁর এই খাবারের স্টল দেখা যায়।
এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন তিনি দক্ষতার সঙ্গে নিজের সংসারের দায়িত্ব সামলাচ্ছেন, তেমনই সমাজে গড়ে তুলেছেন নিজের একটি স্বতন্ত্র পরিচয়। তাঁর এই সাফল্য স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত অন্যান্য মহিলাদের কাছেও অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।
advertisement
advertisement
নিজের অভিজ্ঞতা সম্পর্কে বুলুরানী দাস বলেন, “আমি চাই সমাজের প্রতিটি নারী আত্মনির্ভরশীল হয়ে উঠুক। সম্পূর্ণ নিজের উদ্যোগে শুরু করা এই স্টলে আমি নিজে ঘরোয়া পরিবেশে সব খাবার তৈরি করি। খুব অল্প সময়ের মধ্যেই মানুষের ভালোবাসা পেয়েছি।” তিনি আরও জানান, “আগামী দিনে আরও বড় পরিসরে এই স্টল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে আমার।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বুলুরানী দাসের এই সাফল্য আজ প্রমাণ করে দিচ্ছে যে, দৃঢ় মনোবল ও পরিশ্রম থাকলে আত্মনির্ভরশীল হওয়া কখনওই অসম্ভব নয়। নিজের পায়ে দাঁড়ানোর এই লড়াইয়ে তিনি আজ সমাজের বহু নারীর কাছে অনুপ্রেরণার আলো হয়ে উঠেছেন।
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
Jan 28, 2026 11:33 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Woman Inspirational Story: হাতে খুন্তি, চোখে স্বপ্ন! রান্নাঘর থেকে ফুটপাথের দোকান, পুরুলিয়ার বুলুরানীর জীবনযুদ্ধের গল্প হার মানাবে সিনেমাকেও










