advertisement

Artificial Intelligence Course: জানলে লাভ, না জানলে বিপদ! মালদহের কলেজে AI-এর 'ক্রাশ কোর্স', ১৫ মিনিটেই বাজিমাত পড়ুয়াদের

Last Updated:

Artificial Intelligence Course: এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে মালদহের কলেজে বিশেষ ক্লাস। মাত্র ১৫ মিনিটের পাঠে পড়ুয়ারা শিখলেন এআই-এর সঠিক ব্যবহার।

+
মালদহ

মালদহ কলেজে স্মার্ট ক্লাসরুমে এআই ক্লাস

মালদহ, জিএম মোমিন: প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে পরিকাঠামো ও গঠন। কর্মসংস্থানেও দেখা দিচ্ছে প্রযুক্তির রাজত্ব। তাই এই প্রযুক্তিকে মানব সমাজে গ্রহণযোগ্য করে তুলতে অভিনব উদ্যোগ দেখা দিল মালদহ কলেজে। বিশেষ প্রযুক্তিগত ক্লাসের মধ্য দিয়ে স্কুল পড়ুয়াদের শেখান হল এআই প্রযুক্তির ব্যবহার। বর্তমান আধুনিক প্রযুক্তির যুগে দেখা দিচ্ছে এআই ব্যবহারের প্রচলন। তবে এআই ব্যবহার কীভাবে করলে ফলস্বরূপ হবে। কীভাবেই বা এআই ব্যবহার করা প্রয়োজন। এমন একাধিক বিষয়ে সঠিক পদ্ধতি ও ব্যবহার শেখালেন বিশেষজ্ঞ শিক্ষকরা। এদিন এক বিশেষ ক্লাসের মধ্য দিয়ে মালদহ কলেজের স্মার্ট ক্লাসরুমে জেলার বিভিন্ন স্কুলের পড়ুয়াদের নেওয়া হয় এআই ক্লাস।
মালদহ কলেজের অধ্যক্ষ মানস কুমার বৈদ্য জানান, “এআই যতটা সহজ ও দ্রুত কাজের ক্ষেত্রে উপকারী। ততটাই ব্যবহার না জানাদের কাছে ক্ষতিকারক। শুধু প্রশ্ন করলেই যে এআই এর কাছে উত্তর পাওয়া যাবে তা সঠিক নয়। এআই হচ্ছে একটি টুল, যা মানব বুদ্ধি দ্বারা তৈরি। এআই কখন‌ই মানব বুদ্ধিমত্তার বিকল্প হতে পারে না। তাই সংগ্রহে থাকা প্রশ্নের উত্তর কেবলমাত্র এআই দিতে পারে। তবে এআই ব্যবহারের জন্য উপযুক্ত কৌশল প্রয়োজন। সঠিক তথ্য এবং শব্দকেই ব্যবহারের মাধ্যমে এআই সঠিক ও সহজভাবে ব্যবহার করা যাবে।”
advertisement
advertisement
এআই ক্লাসে অংশ নেওয়া এক স্কুল ছাত্রী অবন্তিকা ঘোষ জানান, “এআই ব্যবহার সম্পর্কে কিছুটা ধারণা ছিল। তবে বিশেষ এই এআই ক্লাসের পর আরও অনেক কিছু জানা হল। কিভাবে ব্যবহার করলে এআই কাজে আসবে। প্রশ্নের উত্তর নয়, প্রশ্ন সমাধান করার পদ্ধতি এআই এর কাছে জানা প্রয়োজন। এআই একটি টুল যা দ্রুত কাজ সম্পন্ন করতে সাহায্যকারী। এআই ব্যবহারের একাধিক কৌশল ও পদ্ধতি জানা গেল। আগামীতে এআই নিয়ে পড়াশোনার ইচ্ছা রয়েছে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে প্রযুক্তিতে ঘিরে রয়েছে মানব সমাজ। অধিকাংশ কাজই শারীরিক পরিশ্রম থেকে পরিণত হচ্ছে প্রযুক্তিতে। সেই আঁচ দেখা দিচ্ছে কর্মসংস্থানেও। তাই বর্তমান প্রজন্মের কাছে প্রযুক্তির সঠিক ব্যবহার তুলে ধরতে স্কুল পড়ুয়াদের এমন প্রযুক্তিক ক্লাস ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে উপকারি হবে বলে অভিমত শিক্ষা মহলের।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Artificial Intelligence Course: জানলে লাভ, না জানলে বিপদ! মালদহের কলেজে AI-এর 'ক্রাশ কোর্স', ১৫ মিনিটেই বাজিমাত পড়ুয়াদের
Next Article
advertisement
Gold Price To Hit Rs 9 Lakh Rupees: ৯ লাখ টাকা হবে ১ ভরি সোনার দাম ? কবে ?
৯ লাখ টাকা হবে ১ ভরি সোনার দাম ? কবে ?
  • প্রতি ভরি সোনার দাম ৯ লাখ ?

  • সোনার দামের পূর্বাভাস ৷

  • কোথায় গিয়ে থামবে সোনার দাম ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement