Nipah Virus: ভয়ঙ্কর ছোঁয়াচে...! নিপার চোখরাঙানিতে বারাসতে আতঙ্ক, ICU-তে ভর্তি ২ নার্সকে নিয়ে বাড়ছে উদ্বেগ, এখন কেমন আছেন?

Last Updated:

Nipah Virus: বারাসতে জুড়ে যেন ফিরে ভয়াবহ পরিস্থিতি। নিপা ভাইরাসে আক্রান্ত দুই স্বাস্থ্যকর্মীর কথা চাউর হতেই, সতর্ক প্রশাসন।

নিপা ভাইরাস
নিপা ভাইরাস
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: বারাসতে জুড়ে যেন ফিরে ভয়াবহ পরিস্থিতি। নিপা ভাইরাসে আক্রান্ত দুই স্বাস্থ্যকর্মীর কথা চাউর হতেই, সতর্ক প্রশাসন। নিপা ভাইরাসে আক্রান্ত বারাসত রথতলা এলাকার একটি বেসরকারি হাসপাতালের দুই স্বাস্থ্যকর্মীর শারীরিক অবস্থা এখনও  সঙ্কটজনক।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত দু’জনকেই ওই হাসপাতালের আইসিইউ আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা চলছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সংক্রমণ যাতে আর না ছড়ায়, সেই কারণে কড়া সতর্কতা জারি করা হয়েছে। হাসপাতালের সমস্ত চিকিৎসক, নার্স ও কর্মীদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এমনকি নিরাপত্তারক্ষীরাও মাস্ক পরে ডিউটি করছেন। বাইরে থেকে আসা রোগীর পরিজনদের ক্ষেত্রেও একই নিয়ম মানা হচ্ছে।
advertisement
আরও পড়ুন-মৌনী অমাবস্যায় বিরল মাহেন্দ্রক্ষণ…! ৫ রাশির সোনায় সোহাগা, অঢেল টাকার ফোয়ারা, উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স
নিপা আক্রান্ত দুই স্বাস্থ্যকর্মীর চিকিৎসায় যুক্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পিপিই কিট পরে আইসিইউতে প্রবেশ করতে হচ্ছে। হাসপাতালজুড়ে করোনা অতিমারির সময় যে নির্দেশিকা ও সুরক্ষা বিধি চালু ছিল, বর্তমানে সেই একই নিয়ম মেনে চলতে হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। সূত্রের খবর, আক্রান্ত দুই স্বাস্থ্যকর্মীর মধ্যে একজন মহিলা, যাঁর বাড়ি পূর্ব বর্ধমান জেলায় এবং অপরজনের বাড়ি নদিয়া জেলায়।
advertisement
advertisement
আরও পড়ুন-হুড়মুড়িয়ে বাড়ছে বাংলায়…! ভয়ঙ্কর ছোঁয়াচে NIPAH Virus-এ আক্রান্ত নার্স, ভর্তি হাসপাতালে, অবস্থা সঙ্কটজনক!
এখনও পর্যন্ত তাঁদের শারীরিক অবস্থার কোনও অবনতি না হলেও উল্লেখযোগ্য উন্নতিও হয়নি। দু’জনেরই শারীরিক অবস্থা সর্বক্ষণ এর জন্য মনিটর করা হচ্ছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে। একই সঙ্গে প্রশাসন ও স্বাস্থ্য দফতরের তরফে পুরো বিষয়টির উপর কড়া নজর রাখা হচ্ছে বলেও জানা গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nipah Virus: ভয়ঙ্কর ছোঁয়াচে...! নিপার চোখরাঙানিতে বারাসতে আতঙ্ক, ICU-তে ভর্তি ২ নার্সকে নিয়ে বাড়ছে উদ্বেগ, এখন কেমন আছেন?
Next Article
advertisement
Ganga Sagar Mela 2026: মেলার শুরুতেই ভাইরাল ‘লাইট বাবা’ ! মকর সংক্রান্তিতে রঙিন গঙ্গাসাগর
মেলার শুরুতেই ভাইরাল ‘লাইট বাবা’ ! মকর সংক্রান্তিতে রঙিন গঙ্গাসাগর
  • মেলার শুরুতেই ভাইরাল ‘লাইট বাবা’ ! 

  • মকর সংক্রান্তিতে রঙিন গঙ্গাসাগর

  • গঙ্গাসাগর মেলায় ভাইরাল ‘লাইট বাবা’

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement