West Medinipur News: রবীন্দ্রনাথের ‘অন্ধ কানাই’ যেন বাস্তবে! জন্ম থেকে দু'চোখে আলো নেই, কিন্তু তার বাঁশিতে জাদু আছে, শুনবেন নাকি ভানুর সুর

Last Updated:

West Medinipur News: ওড়িশার বালেশ্বরের বাসিন্দা ভানু প্রতাপ সিং। জন্ম থেকেই দু-চোখে আলো নেই। তবে তার বাঁশিতে জাদু আছে। কখনও বেলদা বাসস্ট্যান্ড, কখনও রেলস্টেশন বসে আপন মনে বাঁশি বাজান তিনি। তা দিয়েই চলে সংসার।

+
স্টেশনে

স্টেশনে বাঁশি বাজাচ্ছেন ভানু প্রতাপ

বেলদা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: চোখে আলো নেই, কিন্তু সুরে ভরা তার জীবন। সেই সুর কথা বলে গোটা জীবনের। কখনও বেলদা বাসস্ট্যান্ড, কখনও রেলস্টেশন বা রাস্তার ধারে বসে আপন মনে বাঁশি বাজান তিনি। সহায় সম্বল বলতে একটি লাঠি, একটি বাঁশের বাঁশি আর একটি ছোট ব্যাগ-এই নিয়েই চলে তার সংসার। প্রতিদিন বাঁশির সুর তার জীবনের প্রতিটি ছন্দকে তুলে ধরে। তুলে ধরে তার বেঁচে থাকার লড়াই। জীবন যুদ্ধ, সংসার, ব্যক্তিগত জীবনকে বাঁশির সুরে বেঁধেছেন এই ব্যক্তি।
হঠাৎ স্টেশনের এক প্রান্ত থেকে ভেসে আসে মোলায়েম বাঁশির সুর। ব্যস্ত যাত্রীদের ভিড়ের মাঝেই সিঁড়ির এক কোণে বসে নানান জনপ্রিয় গানের সুর তুলছেন বৃদ্ধ। সামনে রাখা একটি বাটিতে কেউ দু’এক টাকা দিয়ে যাচ্ছেন। কে এল, কে গেল, কে কত দিল – কিছুই তিনি জানেন না। তবুও প্রতিদিন এইভাবেই কাটে তার জীবন। বাঁশির সুরই তার রোজগার, সেই রোজগারেই চলে পরিবার।
advertisement
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী সফরের আগেই জলপাইগুড়িতে শুটআউট! তদন্তে এল ফরেনসিক দল, শহরের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
এই বৃদ্ধের নাম ভানু প্রতাপ সিং। বাংলার প্রতিবেশি রাজ্য ওড়িশার বালেশ্বর জেলার বাসিন্দা তিনি। জন্ম থেকেই দু-চোখে আলো নেই। বর্তমানে তার বয়স ৬৭ বছর। ছোটবেলায় এক অন্ধ গুরুর কাছ থেকেই বাঁশি বাজানোর তালিম নেন ভানু প্রতাপ। ধীরে ধীরে সেই বাঁশিকেই জীবনের একমাত্র অবলম্বন করে তুলেছেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ মালদহে এসে পৌঁছল দেশের প্রথম বন্দে ভারত স্লিপার! উদ্বোধনে আসছেন মোদী, কোন রুটে ছুটবে? কতগুলি কোচ জানুন বিস্তারিত
বিয়ে করেছেন, সন্তানও রয়েছে। নিজের রোজগার নিজেই করেন তিনি। পরিবারের কেউ প্রতিদিন তাকে কখনও রাস্তার ধারে, কখনও স্টেশনে বসিয়ে দিয়ে যান। তারপর সারাদিন ধরে চলে তার বাঁশি বাজিয়ে রোজগার। বয়সের ভার চোখে-মুখে স্পষ্ট হলেও তেমন কোনও রোগভোগ নেই। দীর্ঘ শ্বাস নিয়ে একের পর এক সুর তুলতেই থাকেন তিনি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
একটি বাঁশি আর একটি লাঠি—এই সামান্য সম্বলেই জীবনের এতগুলো বছর কাটিয়ে দিয়েছেন ভানু প্রতাপ। অনাদরে পড়ে থাকা এই ভিক্ষাজীবী বৃদ্ধের বাঁশির সুর ও প্রতিভা আজও থমকে দেয় ব্যস্ত পথচলতি মানুষকে। তার সুরে যেন লুকিয়ে আছে সংগ্রাম, আত্মমর্যাদা আর বেঁচে থাকার এক নিঃশব্দ লড়াই।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Medinipur News: রবীন্দ্রনাথের ‘অন্ধ কানাই’ যেন বাস্তবে! জন্ম থেকে দু'চোখে আলো নেই, কিন্তু তার বাঁশিতে জাদু আছে, শুনবেন নাকি ভানুর সুর
Next Article
advertisement
West Bengal Weather Update: আগামী কয়েকদিন একই রকম আবহাওয়া, কবে থেকে রাজ্যে কমবে শীত? জেনে নিন
আগামী কয়েকদিন একই রকম আবহাওয়া, কবে থেকে রাজ্যে কমবে শীত? জেনে নিন
  • আগামী কয়েকদিন একই রকম আবহাওয়া

  • কবে থেকে রাজ্যে কমবে শীত?

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement