North 24 Parganas News: অশোকনগরবাসীর ভোগান্তির অবসান! অত্যাধুনিক পেভার ব্লকে তৈরি হচ্ছে গুরুত্বপূর্ণ রাস্তা, শুরু হয়ে গেল কাজ
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
North 24 Parganas News: প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে।
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়ঃ অত্যাধুনিক পেভার ব্লকে তৈরি হবে রাস্তা। অশোকনগর পৌর এলাকা এবার সাজবে অন্যভাবে। চলাচল হবে আরও মসৃণ। অশোকনগর পৌরসভার গুরুত্বপূর্ণ এই রাস্তার ভোলবদল হতে চলেছে। প্রায় ৭২ লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তা সংস্কারের অনুমোদন মিলেছে।
প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। কল সেন্টার থেকে নৈহাটি রোড সংযোগকারী এই রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় ছিল। একাধিকবার সংস্কার করা হলেও তা টেকসই না হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছিল সাধারণ মানুষকে।
আরও পড়ুনঃ বাদামের খোলায় বিদ্যার দেবী! ১২ মিলিমিটারের সরস্বতী বানিয়ে রেকর্ড গড়লেন নবদ্বীপের শিল্পী, চিনে নিন সেই ব্যক্তিকে
তিন নম্বর শ্মশান সহ অশোকনগর থানায় যাতায়াতে এই রাস্তা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অবশেষে সেই বেহাল রাস্তার স্থায়ী সমাধানের লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি তাপস ভট্টাচার্যের উদ্যোগে পেভার ব্লক দিয়ে রাস্তা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। পেভার ব্লক ব্যবহার করে রাস্তা নির্মাণ হলে বর্ষাকাল সহ যেকোনও আবহাওয়াতেই রাস্তার স্থায়িত্ব বজায় থাকবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ভারী যান চলাচলেও ক্ষতির আশঙ্কা থাকবে না।
advertisement
advertisement
এদিন পৌরসভার পৌরপ্রধান প্রবোধ সরকারের উপস্থিতিতে ১৪ নম্বর ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে এই রাস্তা তৈরির কাজের সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে রীতিমতো উৎসবের আবহ লক্ষ্য করা যায়। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগে খুশি এবং যাতে দ্রুত কাজ শেষ হয় সে বিষয়েও নজরদারি চালানো হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এলাকার বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী মানুষকে এই পরিষেবা পাইয়ে দিয়ে খুশি বলে জানান। আগামীদিনে এই অত্যাধুনিক মানের রাস্তা ব্যবহার করেই অশোকনগরবাসী নিজেদের প্রয়োজনীয় গন্তব্যে মসৃণভাবে পৌঁছতে পারবেন।
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Jan 22, 2026 10:54 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: অশোকনগরবাসীর ভোগান্তির অবসান! অত্যাধুনিক পেভার ব্লকে তৈরি হচ্ছে গুরুত্বপূর্ণ রাস্তা, শুরু হয়ে গেল কাজ










