North 24 Parganas News: মদের আসরে বচসার মাঝেই গলায় কোপ! শ্যামনগরে খু*ন মাঝবয়সী ব্যক্তি, শীতের রাতে রক্তারক্তি কাণ্ড
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
North 24 Parganas News: রাতের বেলায় মদ্যপ অবস্থায় নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়েন তিনজন। জানা যাচ্ছে, সেই সময়ই মাঝবয়সী ওই ব্যক্তির গলায় কোপ মারেন অভিযুক্ত যুবক।
অরুণ ঘোষ, ব্যারাকপুর, উত্তর ২৪ পরগনাঃ মদের আসরে বচসা থেকে রক্তারক্তি কাণ্ড। যুবকের হাতে খুন হলেন এক মাঝবয়সী ব্যক্তি। উত্তর ২৪ পরগনা জেলার শ্যামনগরে ঘটনাটি ঘটেছে।
জানা যাচ্ছে, রাতের বেলায় শ্যামনগরের ২২ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় মদ্যপ অবস্থায় নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়েন তিনজন। সেই সময়ই মাঝবয়সী ওই ব্যক্তির গলায় কোপ মারেন অভিযুক্ত যুবক। মৃতের নাম বিরজু বাসফোর, বয়স বছর পঞ্চাশ। অন্যদিকে অভিযুক্ত যুবকের নাম অমিত চৌধুরী।
আরও পড়ুনঃ সরস্বতী পুজোর আগে দুঃস্থদের শীতবস্ত্র বিতরণ, মেদিনীপুর জেলা পুলিশের উষ্ণ পরশ পেয়ে অসহায়দের মুখে হাসির ঝিলিক
জানা গিয়েছে, মদ্যপ অবস্থায় বচসার মাঝেই বিরজুর গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে দেন অভিযুক্ত অমিত। রক্তাক্ত অবস্থায় ২২ নং রেলগেট সংলগ্ন এলাকাতেই পড়ে যান তিনি। এরপর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে পাঠালে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরেই মূল অভিযুক্ত অমিতকে গ্রেফতার করেছে নোয়াপাড়া থানার পুলিশ।
advertisement
advertisement
এই বিষয়ে পুলিশ জানায়, ইতিমধ্যেই অভিযুক্ত যুবক ধরা পড়েছে। তদন্ত একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। কেন এই ঘটনা ঘটেছে সেই বিষয়ে এখনও জানা যায়নি বলে জানানো হয়। তবে অভিযুক্ত যেহেতু পুলিশের হাতে ধরা পড়েছে, তাই কেন, কী কারণে এই ঘটনা ঘটেছে তা পরবর্তীকালে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Jan 21, 2026 8:42 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: মদের আসরে বচসার মাঝেই গলায় কোপ! শ্যামনগরে খু*ন মাঝবয়সী ব্যক্তি, শীতের রাতে রক্তারক্তি কাণ্ড











