West Medinipur News: চোর সন্দেহে বিপদ ঘনিয়েছিল, মানবিক হস্তক্ষেপে নিখোঁজ শ্রমিক ফিরলেন পরিবারে

Last Updated:

West Medinipur News: পুলিশের অনুমান, কেরালা থেকে ফেরার পথে কোনও কারণে খড়গপুর স্টেশনে নেমে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন মনসুর। ট্রেনের ধকল না কি অন্য কোনও মানসিক আঘাত, তা স্পষ্ট নয়। 

পুলিশের উদ্যেগে বাড়ি ফিরল যুবক
পুলিশের উদ্যেগে বাড়ি ফিরল যুবক
নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: ঘটতে পারত অঘটন, বিভিন্ন এলাকা থেকে চোর সন্দেহে গণপিটুনির খবর সামনে এসেছে। তবে এবার অপ্রীতিকর ঘটনা এড়িয়ে এলাকায় অস্বাভাবিক ভাবে ঘোরাফেরা করতে থাকা এক ব্যক্তিকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল পুলিশ। পেটের দায়ে কয়েক হাজার কিলোমিটার দূরে কেরালায় শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন দক্ষিণ দিনাজপুরের কুমারঘোষ থানা এলাকা বিশ্বনাথপুর গ্রামের মনসুর মন্ডল (৪৪)। মাসখানেক আগে ফোনে জানিয়েছিলেন, বাড়ি ফিরছেন। কিন্তু সময় গড়ালেও ঘরের ছেলে ঘরে ফেরেনি। উদ্বেগ আর আশঙ্কায় প্রহর গুনছিলেন স্ত্রী-সহ বাড়ির সকলে।
ভাগ্যের ফেরে সেই পথভোলা মানুষটি যখন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ভবঘুরের মতো ঘুরছিলেন, তখন তাঁর মাথার ওপর ঘনিয়ে এসেছিল বিপদের কালো মেঘ। বহিরাগত বা চোর সন্দেহে গণপিটুনির শিকার হওয়ার দোরগোড়া থেকে মনসুরকে উদ্ধার করে এক অনন্য মানবিক নজির গড়ল নারায়ণগড় থানার পুলিশ। সোমবার রাতে থানার বড়বাবুর ঘরে যখন নিখোঁজ স্বামীকে ফিরে পেলেন রোকেয়া, তখন আনন্দাশ্রু বাঁধ মানেনি কারও।
advertisement
advertisement
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে নারায়ণগড় থানার মকরামপুর এলাকায় এক যুবককে অসংলগ্ন অবস্থায় উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখেন গ্রামবাসীরা। তাঁর পরনে মলিন পোশাক, চোখেমুখে আতঙ্কের ছাপ, কথাবার্তাতেও ছিল না কোনও সামঞ্জস্য। বর্তমানে এলাকায় চোর বা ছেলেধরা নিয়ে নানা গুজব ছড়ানোর ফলে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। এলাকার মানুষের মনে সন্দেহ দানা বাঁধে— এই যুবক কোনো অপরাধী চক্রের সদস্য নয় তো? উত্তেজিত জনতা যখন তাঁকে ঘিরে ধরে জিজ্ঞাসাবাদের তোড়জোড় করছিল, ঠিক তখনই খবর পৌঁছায় নারায়ণগড় থানায়।
advertisement
ভারসাম্যহীন ওই যুবককে ঘিরে মানুষের যে ক্ষোভ তৈরি হয়েছিল, তা প্রশমিত করে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রথমে খাবার ও চিকিৎসার ব্যবস্থা করা হয়। এরপর দীর্ঘক্ষণ ধৈর্য ধরে কথা বলার পর তাঁর কাছ থেকে কয়েকটি মোবাইল নম্বর পায় পুলিশ। সেই সূত্র ধরেই যোগাযোগ করা হয়পরিবারটির সঙ্গে। সোমবার রাতেই থানায় পৌঁছান স্ত্রী ও সন্তান।
advertisement
পুলিশের অনুমান, কেরালা থেকে ফেরার পথে কোনও কারণে খড়গপুর স্টেশনে নেমে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন মনসুর। ট্রেনের ধকল না কি অন্য কোনও মানসিক আঘাত, তা স্পষ্ট নয়। তবে মাসখানেক তিনি কোথায় কীভাবে ছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। স্বামীকে ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়া রোকেয়া বিবি বলেন, “আজ পুলিশ বাবুরা তৎপর না হলে হয়ত আমার স্বামীকে আর জ্যান্ত ফিরে পেতাম না। ওরা আজ দেবতার মতো আমার পরিবারকে বাঁচিয়ে দিল।”
advertisement
নারায়ণগড় থানার এই পদক্ষেপ ফের প্রমাণ করল, উর্দিধারীদের কড়া আবরণের ভেতরেও স্পন্দিত হয় এক গভীর মানবিক হৃদয়। মঙ্গলবার সকালে একরাশ স্বস্তি আর কৃতজ্ঞতা সঙ্গী করে গ্রামের বাড়ির পথে রওনা দেয় মন্ডল পরিবার।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Medinipur News: চোর সন্দেহে বিপদ ঘনিয়েছিল, মানবিক হস্তক্ষেপে নিখোঁজ শ্রমিক ফিরলেন পরিবারে
Next Article
advertisement
Mamata Banerjee: বিধানসভা ভোটের আগে পাখির চোখ কোন তিন প্রকল্প? জেলাশাসকদের বড় নির্দেশ মমতার
বিধানসভা ভোটের আগে পাখির চোখ কোন তিন প্রকল্প? জেলাশাসকদের বড় নির্দেশ মমতার
  • বিধানসভা ভোটের আগে তিন সরকারি প্রকল্পে বাড়তি গুরুত্ব মুখ্যমন্ত্রীর৷

  • নবান্নের বৈঠকে জেলাশাসকদের নির্দেশ৷

  • বাংলার বাড়ি, পথশ্রী, আমাদের পাড়া-আমাদের সমাধানে বাড়তি নজর মমতার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement