Viral Video: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও! গাছে উঠে আত্মহত্যার হুমকি, নিচে ছড়াল টাকা
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Viral Video: শান্তিপুর ব্লকের নবলা পঞ্চায়েতের উদয়পুরে সোমবার সকালে চাঞ্চল্য ছড়ায় এক অজ্ঞাত পরিচিত ব্যক্তির কাণ্ডে। সকালবেলায় ওই ব্যক্তি একটি বড় গাছে উঠে পড়ে আত্মহত্যার হুমকি দিতে থাকেন।
রঞ্জিত সরকার, নদীয়া: শান্তিপুর ব্লকের নবলা পঞ্চায়েতের উদয়পুরে সোমবার সকালে চাঞ্চল্য ছড়ায় এক অজ্ঞাত পরিচিত ব্যক্তির কাণ্ডে। সকালবেলায় ওই ব্যক্তি একটি বড় গাছে উঠে পড়ে আত্মহত্যার হুমকি দিতে থাকেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, তাঁর সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে তিনি গাছের নিচে টাকা ছড়াতে থাকেন।
আরও পড়ুনঃ আধার কার্ড বুকে নিয়ে অপেক্ষা, চোখে জল! আনন্দপুরে অগ্নিকাণ্ডে নিখোঁজ শ্রমিকদের খোঁজে পরিবার
হঠাৎ গাছের উপর থেকে টাকা ছড়াতে দেখে এলাকায় উত্তেজনা ছড়ায়। অনেকেই সেই টাকা কুড়িয়ে নেন। গোটা ঘটনার ভিডিও মোবাইলে তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
advertisement
খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ও দমকল ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ সময় বোঝানোর পর ওই ব্যক্তিকে নিরাপদে গাছ থেকে নামানো হয়। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির বাড়ি সম্ভবত আসামে। তবে তাঁর পরিচয় ও ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে শান্তিপুর থানার পুলিশ।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 26, 2026 8:35 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Viral Video: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও! গাছে উঠে আত্মহত্যার হুমকি, নিচে ছড়াল টাকা










