advertisement

Anandapur Fire Incident: আধার কার্ড বুকে নিয়ে অপেক্ষা, চোখে জল! আনন্দপুরে অগ্নিকাণ্ডে নিখোঁজ শ্রমিকদের খোঁজে পরিবার

Last Updated:

Anandapur Fire Incident: নিখোঁজ ব্যক্তিদের মধ‍্যে রয়েছেন মেদিনীপুর পিংলার কৃষ্ণেন্দু ধারা। পরিবারে আরেকটু সাচ্ছন্দ ফেরাতে কলকাতায় পাড়ি দিয়েছিলেন। বছর দেড় এক আগে কাজ নেন আনন্দপুরের এই ডেকোরেটরে।

News18
News18
আনন্দপুর: আনন্দপুর অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৮ জনের দেহের হদিস মিলল বলে জানাল প্রশাসন৷ পাশাপাশি, বেড়েছে নিখোঁজের সংখ্যা৷ পুলিশ সূত্রের খবর, এখনও পর্যন্ত ২৫ জনের নিখোঁজ সংক্রান্ত তথ্য নথি বদ্ধ হয়েছে। অগ্নিদগ্ধ দেহগুলি সম্পূর্ণ ঝলসে গিয়েছে বলে শনাক্ত করার পরিস্থিতি নেই বলে জানিয়েছে নরেন্দ্রপুর থানার পুলিশ। নিখোঁজ ব্যক্তিদের মধ্য়ে ১৭ জন কর্মী ডেকরেটার্স সংস্থার এবং বাকি ৩ জন মোমো প্রস্তুতকারী সংস্থার৷
নিখোঁজ ব্যক্তিদের মধ‍্যে রয়েছেন মেদিনীপুর পিংলার কৃষ্ণেন্দু ধারা। পরিবারে আরেকটু সাচ্ছন্দ ফেরাতে কলকাতায় পাড়ি দিয়েছিলেন। বছর দেড় এক আগে কাজ নেন আনন্দপুরের এই ডেকোরেটরে। পিংলার তিন বন্ধুর সঙ্গে এসেছিলেন। আরও অনেকের সঙ্গে এই গোডাউনের মধ্যেই রান্না করে খাওয়া হত এবং মেস করে থাকতেন। কখনও সাত দিন কখনও ১৫ দিন পর বাড়ি ফিরতেন। গতকালও রাত ন’টায় নিয়ম করেই ফোন করেছিলেন প্রিয়জনদের সঙ্গে কথা বলতে। সেটাই শেষ কথা। খবর পেয়ে পিংলা থেকে ছুটে এসেছেন আত্মীয়রা আধার কার্ড বুকে নিয়ে অধীর অপেক্ষায়। যদি একটু শেষ দেখা হয়।
advertisement
advertisement
অন‍্যদিকে, বাসুদেব সরকার বারুইপুর থেকে প্রতিদিন আসতেন। কখনও রাতে থাকতেন কখনও ফিরে যেতেন বাড়ি। প্রায় দশ বছর কাজ করছেন এই খাদ্য সরবরাহ সংস্থায়। আগে শহরে ছিলেন কয়েক বছর এখানে এসেছেন। তাঁর ছেলে এবং জামাই অপেক্ষায়। সকাল থেকে এসে সন্ধ্যে হয়ে গিয়েছে এখনও প্রিয়জনের সঙ্গে দেখা মিলল না।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Anandapur Fire Incident: আধার কার্ড বুকে নিয়ে অপেক্ষা, চোখে জল! আনন্দপুরে অগ্নিকাণ্ডে নিখোঁজ শ্রমিকদের খোঁজে পরিবার
Next Article
advertisement
Kedarnath Badrinath Temple Rules: কেদারনাথ, বদ্রীনাথ ধামে অহিন্দুদের প্রবেশ নিষেধ! সিদ্ধান্ত নিতে চলেছে মন্দির কমিটি
কেদারনাথ, বদ্রীনাথ ধামে অহিন্দুদের প্রবেশ নিষেধ! সিদ্ধান্ত নিতে চলেছে মন্দির কমিটি
  • কেদারনাথ, বদ্রীনাথ মন্দিরে অহিন্দুদের প্রবেশ নিষেধ৷

  • সিদ্ধান্ত মন্দির কমিটির, প্রস্তাব অনুমোদনের অপেক্ষা৷

  • ২৩ এপ্রিল পুণ্যার্থীদের জন্য খুলবে বদ্রীনাথ মন্দির৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement