Business News: লক্ষ্মীলাভের নয়া দাওয়াই, অনলাইনে অর্ডার সামাল দিতে হিমশিম খাচ্ছেন মহিলারা! ঘরে বসে 'এই' কাজ করে অঢেল আয়
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Nadia Business News: হরেকৃষ্ণপুরের মহিলারা গুটিপোকা চাষ ও রেশম শিল্পের মাধ্যমে স্বনির্ভরতার পথ দেখেছেন। অনলাইনে জমেছে ব্যবসা।
করিমপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: নদিয়া জেলার করিমপুরের হরেকৃষ্ণপুর গ্রামে গুটিপোকা চাষকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক অনন্য স্বনির্ভরতার গল্প। এখানকার বেশ কয়েকজন মহিলা নিজেদের উদ্যোগে গুটিপোকা চাষ করছেন এবং সেই গুটি থেকেই রেশমের সুতো তৈরি করছেন।
এরপর সেই সুতো ব্যবহার করেই তারা হাতে বোনা রেশমের শাড়ি ও কাপড় তৈরি করছেন, যা এখন এলাকার বাইরেও সমান জনপ্রিয়তা পাচ্ছে। তারা জানান, প্রথমে গাছের পাতা সংগ্রহ থেকে শুরু করে গুটিপোকা লালন-পালন, সুতো বার করা এবং শেষ পর্যন্ত কাপড় বোনার প্রতিটি ধাপেই যুক্ত রয়েছেন গ্রামের মহিলারা।
আরও পড়ুন: বিশ্ব উষ্ণায়ন রুখতে ময়দানে নামল ছাত্রীরা, এলাকায় খুদে বিজ্ঞানীদের নিয়ে জয়জয়কার! প্রজেক্ট দেখে মুগ্ধ কাশীপুর
ফলে একদিকে যেমন কর্মসংস্থান তৈরি হয়েছে, তেমনই তাঁদের পারিবারিক আয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগে যাঁরা শুধুমাত্র গৃহস্থালির কাজেই সীমাবদ্ধ ছিলেন, আজ তাঁরাই নিজেদের পরিশ্রমে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছেন। স্থানীয় বাজারের পাশাপাশি অনলাইনের মাধ্যমেও এই হাতে বোনা রেশমের কাপড় বিক্রি হচ্ছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দেশের বিভিন্ন প্রান্তে অর্ডার অনুযায়ী শাড়ি ও কাপড় পাঠানো হচ্ছে কুরিয়ারের মাধ্যমে। স্বল্প পুঁজি আর পরিশ্রমের জোরে এই উদ্যোগ আজ গ্রামের মহিলাদের কাছে আশার আলো হয়ে উঠেছে। হরেকৃষ্ণপুরের এই মহিলাদের গুটিপোকা চাষ ও রেশম শিল্প শুধু স্বনির্ভরতার পথই দেখাচ্ছে না, গ্রামীণ অর্থনীতিকে আরও মজবুত করার দৃষ্টান্তও স্থাপন করছে।
Location :
Nadia,West Bengal
First Published :
Jan 29, 2026 5:05 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Business News: লক্ষ্মীলাভের নয়া দাওয়াই, অনলাইনে অর্ডার সামাল দিতে হিমশিম খাচ্ছেন মহিলারা! ঘরে বসে 'এই' কাজ করে অঢেল আয়








