Murshidabad News: বিক্রির উদ্দেশে এদিক ওদিক ঘোরাফেরা! পুলিশ ব্যাগ তল্লাশি করতেই বেরিয়ে এল বিস্ফোরক, ডোমকলে গ্রেফতার যুবক
- Reported by:Pranab kumar Banerjee
- local18
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Murshidabad News: মুর্শিদাবাদের ডোমকল এলাকায় পুলিশের গোপন অভিযানে উদ্ধার হল কেজি খানেক বোমা তৈরির মশলা। ডোমকল থানার পুলিশ গ্রেফতার করেছে এক যুবককে।
মুর্শিদাবাদ, প্রণব ব্যানার্জি: রাজ্যে আসন্ন বিধানসভা ভোট। নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে অনৈতিক কর্মকাণ্ড আরও বেশি করে মাথাচাড়া দিচ্ছে। মুর্শিদাবাদের ডোমকল এলাকায় পুলিশের গোপন অভিযানে উদ্ধার হল কেজি খানেক বোমা তৈরির মশলা। ডোমকল থানার পুলিশ গ্রেফতার করেছে এক যুবককে।
মুর্শিদাবাদের ডোমকল থানার পুলিশের বড়সড় সাফল্য। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে রমনা শেখপাড়া এলাকায় অভিযান চালায় ডোমকল থানার আইসি তপাই বিশ্বাস ও তার টিম। ওই এলাকায় এক যুবককে ঘোরাফেরা করতে দেখে তার চালচলন সন্দেহজনক মনে হয় পুলিশের। তাকে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বোমা তৈরির মশলা। যার পরিমাণ ছিল প্রায় ৪ কেজি। এরপরে যুবককে গ্রেফতার করে পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ রাজ্যে নিপা ভাইরাসের মারণ থাবা! জ্বর হলেই লালা পরীক্ষা, সংক্রমণের মোকাবিলায় প্রস্তুত পুরুলিয়া জেলা স্বাস্থ্য দফতর
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সাইফুদ্দিন শেখ (৪৫)। তার বাড়ি ডোমকলের যুগিন্দা মালোপাড়া এলাকায়। জানা যায়, বোমা তৈরির মশলা বিক্রি উদ্দেশ্যে নিয়ে ওই এলাকায় ঘোরাঘুরি করছিল যুবক। কিন্তু বিক্রির আগেই মশলা-সহ পুলিশের হাতে পাকড়াও। ধৃত যুবককে মঙ্গলবার সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা আদালতে তোলা হয়।
advertisement
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
Jan 20, 2026 8:50 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: বিক্রির উদ্দেশে এদিক ওদিক ঘোরাফেরা! পুলিশ ব্যাগ তল্লাশি করতেই বেরিয়ে এল বিস্ফোরক, ডোমকলে গ্রেফতার যুবক











