Murshidabad News: চোখের পলকে ধূলিসাৎ আস্ত বাড়ি, নর্দমা খুঁড়তে গিয়ে নবগ্রামে বড় বিপর্যয়! অল্পের জন্য প্রাণ রক্ষা

Last Updated:

Murshidabad News: নর্দমা নির্মাণের সময় ভেঙে পড়ল একটি আস্ত বাড়ি। অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক মহিলা ও শিশু সন্তান।

নবগ্রামে ভেঙে পড়েছে বাড়ির একাংশ
নবগ্রামে ভেঙে পড়েছে বাড়ির একাংশ
নবগ্রাম, তন্ময় মন্ডল: নবগ্রামে নর্দমা নির্মাণের কাজ চলাকালীন ভেঙে পড়ল একটি আস্ত বাড়ি। অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক মহিলা ও এক শিশু সন্তান। ঘটনাকে ঘিরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্বগ্রাম গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের নর্দমা নির্মাণের জন্য বাড়ির সামনে প্রায় তিন ফুট গভীর গর্ত খোঁড়া হচ্ছিল। সেই গর্ত খোঁড়ার ফলেই হঠাৎ ভেঙে পড়ে একটি আস্ত বসতবাড়ি। নবগ্রামে বিভিন্ন জায়গায় মাটির বাড়ি রয়েছে। নারায়ণপুর গ্রামে মাটির বাড়ি আছে বেশ কিছু। রাস্তায় নর্দমা তৈরি করার জন্যই এই ঘটনা বলে অভিযোগ। যদিও সৌভাগ্যবশত ওই সময় বাড়ির ভেতরে থাকা বিধবা মহিলা ও এক শিশু প্রাণে বেঁচে যান। তবে এখনও বাড়ির একাংশ বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে।
advertisement
আরও পড়ুন: মোবাইল গেম ভুলে এবার মঞ্চে বিপ্লব, ডিজিটাল আসক্তি কাটাতে ভরসা নাটক! খুদে পড়ুয়াদের তাক লাগানো অভিনয়
এই ঘটনার পর যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন গ্রামবাসীরা। ওই রাস্তা দিয়েই প্রতিদিন চলাচল করে গ্রামের মানুষ ও শিশুরা। ফলে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে গোটা এলাকায়।
advertisement
advertisement
ক্ষতিগ্রস্ত পরিবারটির অভিযোগ, নর্দমা নির্মাণের সময় বাড়ি ভেঙে যাওয়ার আশঙ্কার কথা বারবার জানানো হলেও এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য তথা বর্তমান নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সিরাজ শেখ কোনও কর্ণপাত না করে জোর করেই কাজ চালিয়ে যান। এই ঘটনার পর গ্রাম পঞ্চায়েত প্রধান ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারকে পঞ্চায়েতে আসার কথা জানান।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ক্ষতিগ্রস্ত পরিবার ও গ্রামবাসীদের দাবি, অবিলম্বে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সাহায্য ও নতুন করে ঘরের ব্যবস্থা করতে হবে। এছাড়াও বিপজ্জনক অবস্থায় থাকা বাড়িটি দ্রুত ভেঙে ফেলে এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নাহলে যে কোনও মুহূর্তে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গ্রামবাসীরা। পঞ্চায়েতের তরফে জানানো হয়েছে, বিষয়টি নজরে এসেছে। অতি দ্রুত সমস্যার সমাধান করা হবে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: চোখের পলকে ধূলিসাৎ আস্ত বাড়ি, নর্দমা খুঁড়তে গিয়ে নবগ্রামে বড় বিপর্যয়! অল্পের জন্য প্রাণ রক্ষা
Next Article
advertisement
West Bengal Weather Update: মাঘে কমবে শীত ! কতটা বাড়বে রাজ্যের তাপমাত্রা? দেখে নিন
মাঘে কমবে শীত ! কতটা বাড়বে রাজ্যের তাপমাত্রা? দেখে নিন
  • মাঘে কমবে শীত !

  • কতটা বাড়বে রাজ্যের তাপমাত্রা?

  • দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিনে রাতে ২ থেকে ৩ ডিগ্রি পারদ চড়বে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement