Murshidabad News: শীতের রাতে লম্ফের আগুনেই সব শেষ, প্রাণ গেল একাকী মহিলার! পুড়ে খাক গোটা ঘর
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Murshidabad News: লম্ফ ঘরে লাগল আগুন, ভস্মিভূত বাড়ি। ঘরে অগ্নিদগ্ধ হয়ে একাকী মহিলার মৃত্যু। এলাকায় শোকের ছায়া।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: ঘরের মধ্যেই লম্ফ জ্বেলে কাজ করছিলেন শীতের রাতে। আর মুহূর্তেই ঘটে গেল চরম পরিনতি। লম্ফর আগুন থেকে ঘরে লেগে আগুনে ভস্মিভূত হল ঘর, মৃত্যু হল ঘরের মধ্যে থাকা অগ্নিদগ্ধ অবস্থায় এক মহিলার। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙা থানার ভাবতা এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম রাবিয়া বেওয়া।
জানা গিয়েছে, রাবিয়া বেওয়া ঘরের মধ্যে ছিলেন। হঠাৎই লম্ফ থেকে প্রথমে কাপড়ে আগুন লাগে, মহিলার চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে তড়িঘড়ি তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা চলার পরেই তার মৃত্যু হয়। আজকে পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে।
advertisement
আরও পড়ুন: চোখের পলকে ধূলিসাৎ আস্ত বাড়ি, নর্দমা খুঁড়তে গিয়ে নবগ্রামে বড় বিপর্যয়! অল্পের জন্য প্রাণ রক্ষা
advertisement
পরিবারের সদস্যরা জানিয়েছেন, ভাবতা এলাকায় রাবিয়া বেওয়া একাই থাকতেন। ঘরের মধ্যে তিনি কাজ করছিলেন। পিছনে লম্ফ জ্বলছিল। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎই আগুন লেগে যায় তার কাপড়ে, গুরুতর আহত হন ওই মহিলা। প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মৃতের ভাই আনারুল হক মোল্লা জানিয়েছেন, রাবিয়ার চার মেয়ে। বর্তমানে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরে একাই থাকতেন তিনি। তবে এই রকম ভাবে মৃত্যু হবে তা বুঝে উঠতে পারিনি। মহিলার মৃত্যুর পাশাপাশি ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। আজকে দেহ ময়না তদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের সদস্যদের হাতে। ঘটনার জেরে কান্নার রোল নেমে এসেছে গোটা পরিবার সহ গ্রাম জুড়ে।
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
Jan 20, 2026 1:50 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: শীতের রাতে লম্ফের আগুনেই সব শেষ, প্রাণ গেল একাকী মহিলার! পুড়ে খাক গোটা ঘর










