দিনমজুর মানুষজন, একদিনের রুজিরুটি ফেলে শুনানিতে হাজিরা দেওয়া যাওয়া সম্ভব নয়, SIR শুনানির প্রতিবাদ গ্রামবাসীদের
- Reported by:Saradindu Ghosh
- Published by:Pooja Basu
Last Updated:
অবরোধকারীদের দাবি, এই গ্রামের অধিকাংশ মানুষ দিনমজুর। কাজেই তাদের পক্ষে একদিনের রুজিরুটি ফেলে রেখে শুনানিতে হাজিরা দিতে যাওয়া সম্ভব নয়। তাই গ্রামেই বুথে বুথে শুনানির দাবি তোলেন বিক্ষুব্ধ গ্রামবাসীরা।
কাটোয়া: এসআইআরের নামে একলপ্তে শত শত ভোটারকে শুনানিতে ডাকার প্রতিবাদে এবং ব্লক অফিসের পরিবর্তে গ্রামে এসে বুথে বুথে শুনানির দাবিতে কাটোয়া নতুনহাট রাজ্য সড়কের ওপর কুলশুনা গ্রামে রাস্তা অবরোধ করলেন গ্রামবাসীরা। রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে প্রতিবাদে সামিল হন বিক্ষুব্ধ গ্রামবাসীরা। সকাল থেকে দুপুর পর্যন্ত পথ অবরোধ করে অবস্থান বিক্ষোভ চালান ভোটাররা। এর ফলে প্রায় ছ ঘণ্টা কাটোয়া নতুনহাটের মতো গুরুত্বপূর্ণ রাজ্য সড়কে যান চলাচল বন্ধ ছিল। বেশিরভাগ যাত্রীই তাঁদের গন্তব্যে সঠিক সময়ে পৌঁছতে পারেননি।
জানা গিয়েছে, ২৭০ মঙ্গলকোট বিধানসভার কুলশুনা গ্রামের ১৬৫ থেকে ১৬৯ পর্যন্ত মোট পাঁচটি বুথের প্রায় ১৭০০ জনকে এসআইআর শুনানির নোটিশ দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের বক্তব্য, একসঙ্গে একটি গ্রামের এতো পুরুষ মহিলার তথ্যে ভুল থাকে কি করে? শুধুমাত্র হয়রান করার জন্য এতো ভোটারকে দূরের শুনানি কেন্দ্রে ডাকা হচ্ছে। এরপর আবার মাধ্যমিকের অ্যাডমিড কার্ডকে মানতে চাইছে না। এটা কি করে হয়?
advertisement
আরও পড়ুনVande Bharat Sleeper : ঝাঁ চকচকে বন্দে ভারত স্লিপারে সফর, বাতিল হলে টিকিট ক্যানসেল করার নিয়ম জানুন
advertisement
অবরোধকারীদের দাবি, এই গ্রামের অধিকাংশ মানুষ দিনমজুর। কাজেই তাদের পক্ষে একদিনের রুজিরুটি ফেলে রেখে শুনানিতে হাজিরা দিতে যাওয়া সম্ভব নয়। তাই গ্রামেই বুথে বুথে শুনানির দাবি তোলেন বিক্ষুব্ধ গ্রামবাসীরা। পাশপাশি প্রামাণ্য নথির তালিকা থেকে মাধ্যমিকের অ্যাডমিড কার্ড বাদ দেওয়ারও প্রতিবাদ জানান তারা। সকাল সাড়ে আটটা থেকে রাস্তা অবরোধ চলায় ভোগান্তির শিকার হন যাত্রীরা।
advertisement
দফায় দফায় মঙ্গলকোট থানার পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে অবরোধ তোলার চেষ্টা করে। ব্লক প্রশাসনের পক্ষ থেকেও পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হয়। অবশেষে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়, আগামী কাল যাদের ডাকা হয়েছে তাঁদের শুনানিতে যোগ দেওয়া বাধ্যতামূলক নয়। তাঁদের আরও একবার ডেট দেওয়া হবে। সেইসঙ্গে যাতে বুথে বা গ্রামের কাছাকাছি জায়গায় শুনানি করা যায় সে ব্যাপারে নির্বাচন কমিশনকে জানানো হবে। প্রশাসনের এই আশ্বাসে দুপুরে অবরোধ ওঠে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 18, 2026 4:59 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
দিনমজুর মানুষজন, একদিনের রুজিরুটি ফেলে শুনানিতে হাজিরা দেওয়া যাওয়া সম্ভব নয়, SIR শুনানির প্রতিবাদ গ্রামবাসীদের









