Singur Movement: মমতা বন্দ্যোপাধ্যায়র সিঙ্গুর আন্দোলন, অনশনস্থল মেট্রো চ্যানেলে বসল 'ফলক'

Last Updated:

Singur Movement: মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হয় জোর করে কৃষিজমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলন। ২০০৬ সালের ১৮ মে সিঙ্গুরে ছোট গাড়ি তৈরির প্রকল্প ঘোষণা করেছিলেন রতন টাটা। ২৫ মে থেকে ৯৯৭ একর কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছিল। তার নেতৃত্বে ছিল তদানীন্তন বিরোধী দল তৃণমূল।

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা: ২০০৬-এ সিঙ্গুরে টাটার প্রকল্প ঘোষণা করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হয় জোর করে কৃষিজমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলন। ২০০৬ সালের ১৮ মে সিঙ্গুরে ছোট গাড়ি তৈরির প্রকল্প ঘোষণা করেছিলেন রতন টাটা। ২৫ মে থেকে ৯৯৭ একর কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছিল। তার নেতৃত্বে ছিল তদানীন্তন বিরোধী দল তৃণমূল।
সিঙ্গুরের ‘অনিচ্ছুক’ কৃষকদের জমি ফেরানোর দাবিতে ২৬ দিন (৩-২৮ ডিসেম্বর, ২০০৬) ধর্মতলার মোড়ে অনশন-অবস্থান করেছিলেন মমতা। সেই জায়গাতেই এবার ফলক বসানো হল। ধর্মতলায় যেখানে অনশন করেছিলেন সেই জায়গা চিহ্নিত করে এই ফলক বসিয়েছে কলকাতা পুরসভা।
advertisement
advertisement
তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, জোর করে জমি নেওয়ার বিরুদ্ধে আন্দোলন ছিল। তৃণমূল কংগ্রেস শিল্পের বিরোধিতা করেনি। আর এই আন্দোলনে ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনশন সম্পর্কে মানুষের জানা উচিত। তাই সেই স্থানকে মনে করিয়ে ফলক দেওয়া হয়েছে। ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনশন ছিল মূলত সিঙ্গুর আন্দোলনের অংশ, যেখানে তিনি কৃষিজমি অধিগ্রহণের প্রতিবাদে ২০০৬ সালের ৩ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত টানা ২৬ দিন অনশন করেছিলেন।
advertisement
সিঙ্গুরে টাটাদের ন্যানো কারখানার জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রতিবাদে এই আন্দোলন শুরু হয়েছিল। ৩ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর, ২০০৬ পর্যন্ত (২৬ দিন)। ধর্মতলার মেট্রো চ্যানেলের কাছে অনশন মঞ্চ তৈরি করা হয়েছিল। কৃষকদের কাছ থেকে জোর করে জমি অধিগ্রহণ বন্ধ করা এবং জমি ফেরত দেওয়া।
মেট্রো চ্যানেলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়েই এই ফলক বসানো হয়েছে। সেখানে উল্লেখ করা আছে মমতা বন্দ্যোপাধ্যায় অনশন করেছিলেন এখানে। এর পরেও অবশ্য সিঙ্গুর আন্দোলন আরও তীব্র হয়। শেষমেশ সিঙ্গুরে টাটার গাড়ি কারখানা হয়নি ৷ সেই কারখানা চলে যায় গুজরাতের সানন্দে ৷
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Singur Movement: মমতা বন্দ্যোপাধ্যায়র সিঙ্গুর আন্দোলন, অনশনস্থল মেট্রো চ্যানেলে বসল 'ফলক'
Next Article
advertisement
Supreme Court on SIR Hearing: ভোটারদের থেকে নথি নিলে দিতে হবে রিসিভড কপি!কমিশনকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
ভোটারদের থেকে নথি নিলে দিতে হবে রিসিভড কপি!কমিশনকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
  • ভোটারদের নথি নিলে প্রাপ্তিস্বীকার করতে হবে নির্বাচন কমিশনকে৷

  • কমিশনকে নির্দেশ দিল শীর্ষ আদালত৷

  • লজিক্যাল ডিস্ক্রিপ্যান্সির তালিকা প্রকাশেরও নির্দেশ৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement