Malda News: পরনির্ভরতা ছেড়ে নিজের পায়ে দাঁড়াক মহিলারা! নারীদের স্বনির্ভর করার লক্ষ্যে মালদহে বিশেষ মেলা, ১০ দিন ধরে চলবে

Last Updated:

Malda News: মহিলারা যাতে নিজেদের তৈরি সামগ্রী বিক্রি করে স্বনির্ভর হতে পারেন, সেই উদ্দেশেই আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলার আয়োজন করা হয়েছে।

আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা
আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা
মালদহ, সেবক দেবশর্মাঃ মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে বর্তমান রাজ্য সহ গোটা দেশ জুড়ে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এবার এই একই লক্ষ্য সামনে রেখে মঙ্গলবার থেকে মালদহে শুরু হল আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা। রাজ্যের ১৯টি জেলা থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নিজেদের তৈরি বিভিন্ন সামগ্রী নিয়ে এই মেলায় এসেছেন।
মালদহ শহরের যুব আবাস সংলগ্ন কার্নিভাল ময়দানে ১০ দিন ধরে এই মেলা চলবে। মহিলারা যাতে নিজেদের তৈরি সামগ্রী বিক্রি করে স্বনির্ভর হতে পারেন, সেই উদ্দেশেই আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলার আয়োজন করা হয়েছে। আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত এই মেলা থাকবে।
আরও পড়ুনঃ এক ছাদের তলায় একাধিক রত্ন! ডেবরা কলেজে বিজ্ঞান নিয়ে সেমিনার ও আলোচনা সভা, উপস্থিত রাজ্যের মন্ত্রী-বিধায়ক-বিজ্ঞানীরা
এখন প্রশ্ন জাগতেই পারে, আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলায় কী কী পাওয়া যাবে? মালদহের আম থেকে আমসত্ত্ব, দার্জিলিংয়ের চা থেকে শুরু করে পূর্ব মেদিনীপুরের শিল্পকর্ম, বিভিন্ন জেলার ভেষজ নানা সামগ্রী, ঘর সাজানোর জিনিসপত্র হয়ে রকমারি সুস্বাদু খাবার- এই মেলায় সব কিছুই মিলবে।
advertisement
advertisement
মালদহ জেলার স্বনির্ভর গোষ্ঠীর ভারপ্রাপ্ত প্রকল্প আধিকারিক সুমন হাওলাদার এদিন জানান, মালদহের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি সামগ্রীর প্রদর্শনী এবং বিক্রির জন্য রাজ্য সরকারের উদ্যোগে বহুতল বিপণী বা মল খোলার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। সেই জন্য জমিও চিহ্নিত হয়েছে। এর ফলে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা অনেকখানি উপকৃত হবেন।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Malda News: পরনির্ভরতা ছেড়ে নিজের পায়ে দাঁড়াক মহিলারা! নারীদের স্বনির্ভর করার লক্ষ্যে মালদহে বিশেষ মেলা, ১০ দিন ধরে চলবে
Next Article
advertisement
Mamata Banerjee: বিধানসভা ভোটের আগে পাখির চোখ কোন তিন প্রকল্প? জেলাশাসকদের বড় নির্দেশ মমতার
বিধানসভা ভোটের আগে পাখির চোখ কোন তিন প্রকল্প? জেলাশাসকদের বড় নির্দেশ মমতার
  • বিধানসভা ভোটের আগে তিন সরকারি প্রকল্পে বাড়তি গুরুত্ব মুখ্যমন্ত্রীর৷

  • নবান্নের বৈঠকে জেলাশাসকদের নির্দেশ৷

  • বাংলার বাড়ি, পথশ্রী, আমাদের পাড়া-আমাদের সমাধানে বাড়তি নজর মমতার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement