West Medinipur News: এক ছাদের তলায় একাধিক রত্ন! ডেবরা কলেজে বিজ্ঞান নিয়ে সেমিনার ও আলোচনা সভা, উপস্থিত রাজ্যের মন্ত্রী-বিধায়ক-বিজ্ঞানীরা

Last Updated:

West Medinipur News: এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। সেই তালিকায় নাম রয়েছে রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর সহ অনেকের।

সায়েন্স নিয়ে সেমিনার ও আলোচনা সভা
সায়েন্স নিয়ে সেমিনার ও আলোচনা সভা
ডেবরা, পশ্চিম মেদিনীপুর, দিগ্বিজয় মাহালিঃ ডেবরা কলেজে দু’দিন ধরে সায়েন্স নিয়ে সেমিনার ও আলোচনা সভার আয়োজন। উপস্থিত রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সহ একাধিক বিশিষ্টজন। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা কলেজে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর জেলাকে নিয়ে অষ্টম ‘Regional Science & Technology Congress’ ২০২৫-২০২৬ -এর কর্মসূচি গ্রহণ করা হল।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। সেই তালিকায় নাম রয়েছে রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর থেকে শুরু করে ডেবরা কলেজের প্রিন্সিপাল রূপা দাশগুপ্ত, বিদ্যাসাগর বিশ্ব বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর দীপক কুমার কর সহ অনেকের।
আরও পড়ুনঃ ছাগলের টোপেই ধরা পড়ল ‘চোর’! জলপাইগুড়ির চা বাগানে খাঁচাবন্দি পূর্ণবয়স্ক লেপার্ড, ফিরল স্বস্তি
এছাড়াও এই কর্মসূচিতে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বিজ্ঞানী, অধ্যাপক ও বিভিন্ন কলেজের প্রিন্সিপালরা উপস্থিত ছিলেন। এদিন বিজ্ঞান নিয়ে বক্তৃতা ও আলোচনা চলে। সেই সঙ্গেই প্রতিযোগিতারও আয়োজন করা হয়। কৃতীদের বুধবার পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন ডেবরা কলেজের প্রিন্সিপাল রূপা দাশগুপ্ত।
advertisement
advertisement
সব মিলিয়ে, এদিনের এই সেমিনার ও আলোচনা সভা ঘিরে জমজমাট ছিল ডেবরা কলেজ। একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিজ্ঞান নিয়ে আলোচনা ও বক্তৃতা দেওয়া হয়। পাশাপাশি প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছিল।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Medinipur News: এক ছাদের তলায় একাধিক রত্ন! ডেবরা কলেজে বিজ্ঞান নিয়ে সেমিনার ও আলোচনা সভা, উপস্থিত রাজ্যের মন্ত্রী-বিধায়ক-বিজ্ঞানীরা
Next Article
advertisement
Mamata Banerjee: বিধানসভা ভোটের আগে পাখির চোখ কোন তিন প্রকল্প? জেলাশাসকদের বড় নির্দেশ মমতার
বিধানসভা ভোটের আগে পাখির চোখ কোন তিন প্রকল্প? জেলাশাসকদের বড় নির্দেশ মমতার
  • বিধানসভা ভোটের আগে তিন সরকারি প্রকল্পে বাড়তি গুরুত্ব মুখ্যমন্ত্রীর৷

  • নবান্নের বৈঠকে জেলাশাসকদের নির্দেশ৷

  • বাংলার বাড়ি, পথশ্রী, আমাদের পাড়া-আমাদের সমাধানে বাড়তি নজর মমতার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement