Makar Sankranti 2026: শিলাবতীর পাড়ে জমে উঠেছে মকর সংক্রান্তি! স্নান করতে ভোর থেকে ভিড়, ছুটে এসেছেন দূরদূরান্তের পুণ্যার্থীরা
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Makar Sankranti 2026: বহু কাল থেকে নদীর তীরে মকর সংক্রান্তিতে গঙ্গা মেলার আয়োজন করা হয়। এই মেলা যথেষ্ট প্রাচীন এবং ঐতিহ্যবাহী বলে জানিয়েছেন স্থানীয়রা।
ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, সুকান্ত চক্রবর্তীঃ মকর সংক্রান্তি উপলক্ষ্যে ঘাটালের শিলাবতী নদীর সদর ঘাটে ভোর থেকে উপচে পড়া ভিড়। পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে ঘাটালে শিলাবতী নদীতে মকর স্নানে উপচে পড়া ভিড় পুণ্যার্থীদের। একইসঙ্গে টুসু নিয়ে মাতোয়ারা কচিকাঁচারা।
উল্লেখ্য, প্রতিবছর মকর সংক্রান্তি উপলক্ষ্যে ঘাটালের শিলাবতী নদীর পাড়ে বসে গঙ্গা মেলা। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে ঘাটালে শিলাবতী নদীতে মকর স্নানে আসেন বহু পুণ্যার্থী। তার জন্য আগে থেকেই নেওয়া হয় প্রস্তুতি। পুণ্যার্থীদের সুবিধার্থে পরিষ্কার করা হয় ঘাট। এবারও আগে থেকে সেইমতো ব্যবস্থা নেওয়া হয়েছিল।
advertisement
আরও পড়ুনঃ ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে নিষিদ্ধ কাফ সিরাপ পাচার! পুলিশের সারপ্রাইজ ভিজিটে ভেস্তে গেল প্ল্যান, উদ্ধার ৮০৯ বোতল ফেনসিডিল
ঘাটাল পৌরসভার কর্মচারীদের উদ্যোগে নদীর তীরে মেলার আয়োজনের জন্য সব রকম সহযোগিতা করা হয়। বহু কাল থেকে নদীর তীরে মকর সংক্রান্তিতে গঙ্গা মেলার আয়োজন করা হয়। এই মেলা যথেষ্ট প্রাচীন এবং ঐতিহ্যবাহী বলে জানিয়েছেন স্থানীয়রা। এছাড়াও মকর স্নানের সঙ্গে স্থানীয়দের আবেগ জড়িয়ে রয়েছে। ফলে শেষ পৌষে নদীর তীরে বহু মানুষ ভিড় করেন। আশেপাশের এলাকা থেকেও আসেন অনেকে।
advertisement
advertisement
অন্যদিকে, গঙ্গা মেলা উপলক্ষ্যে বাঁশের তৈরি ঝুড়ি, কুলো, বেতের তৈরি জিনিসের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। এছাড়াও লোহার তৈরি নানান যন্ত্রপাতি বিক্রি হচ্ছে দেদার। প্রয়োজনীয় জিনিস কিনতে দোকানে দোকানে রয়েছে ভিড়। বিক্রেতারা বলছেন, অন্য বছরের তুলনায় এবছর ক্রেতার সংখ্যা ভালই। ফলে খুশি বিক্রেতারা। সব মিলিয়ে, শিলাবতীর পাড়ে জমে উঠেছে মকর সংক্রান্তি।
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
Jan 14, 2026 12:06 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Makar Sankranti 2026: শিলাবতীর পাড়ে জমে উঠেছে মকর সংক্রান্তি! স্নান করতে ভোর থেকে ভিড়, ছুটে এসেছেন দূরদূরান্তের পুণ্যার্থীরা











