Madhyamik 2026: অঙ্কের ভীতি কাটিয়ে কীভাবে মাধ্যমিকে মিলবে ভাল নম্বর জানুন
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
এবছর মাধ্যমিকে অঙ্কের পরীক্ষা রয়েছে ৯-ই ফেব্রুয়ারি সোমবার। তার আগে ছুটি রয়েছে ফলে ছাত্র-ছাত্রীরা সময় পাবে। প্রশ্নপত্র দেওয়ার পর প্রথম ১৫ মিনিট যখন ছাত্র-ছাত্রীরা প্রশ্ন পড়ার সুযোগ পায় তখন ঠিক করে নিতে হবে কোন প্রশ্নগুলি সে করতে পারবে সহজে। এরপর সেগুলি দ্রুত করে ফেলতে হবে।
মথুরাপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: এবছর মাধ্যমিকে অঙ্কের পরীক্ষা রয়েছে ৯-ই ফেব্রুয়ারি সোমবার। তার আগে ছুটি রয়েছে ফলে ছাত্র-ছাত্রীরা সময় পাবে। প্রশ্নপত্র দেওয়ার পর প্রথম ১৫ মিনিট যখন ছাত্র-ছাত্রীরা প্রশ্ন পড়ার সুযোগ পায় তখন ঠিক করে নিতে হবে কোন প্রশ্নগুলি সে করতে পারবে সহজে। এরপর সেগুলি দ্রুত করে ফেলতে হবে। কেননা যে প্রশ্ন বুঝতে পারবে না তার পিছনে পড়ে থাকলে সময় যাবে। অঙ্ক এমন একটি বিষয় যা একবার গুলিয়ে গেলে সমস্যা হয়ে দাঁড়াবে।
আরও পড়ুনঃ প্রবীণদের সুরক্ষায় কলকাতা পুলিশের ‘প্রণাম’ প্রকল্প! কারা করতে পারবেন রেজিস্ট্রেশন?
ভাল ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষক প্রবীর তরফদারের পরামর্শ প্রথম ২ ঘন্টায় সমস্ত বড় প্রশ্নের উত্তর সেরে ফেলতে হবে শেষ ১ ঘন্টায় ছোট প্রশ্ন দেখতে হবে। এর জন্য প্রথম ৩ টে পেজ ছেড়ে রাখতে হবে। মাধ্যমিক পরীক্ষার গণিত প্রশ্নপত্র অনেক পড়ুয়ার কাছে দুঃস্বপ্নের মত হতে পারে। যদি পড়ুয়ারা কৌশলগতভাবে প্রশ্নপত্র পড়ে তাহলে উত্তর দেওয়া সহজ। পাশাপাশি পাশ নম্বর তোলা সহজ। পরীক্ষার আগে পড়ুয়াদের পরামর্শ দিয়েছেন দক্ষিণ ২৪ পরগনার অন্যতম স্কুল কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের গণিতের শিক্ষক গণেশ সরদার।
advertisement
advertisement
পাটি গণিত, সম্পাদ্য, উপপাদ্য এবং ত্রিকোণমিতি ঠিক করে করলেই চলে আসে পাশ নম্বর। চারটি বিষয়ে ৫ নম্বর করে থাকে। ৯০ নম্বরের মধ্যে ২০ থেকে ২৫ নম্বর উঠলেই সেই পড়ুয়া পাশ করে যায়। পিথাগোরাসের বিপরীত উপপাদ্য এবং সম্পাদ্যের মধ্যে পরিবৃত্ত এবারে মাধ্যমিক পরীক্ষায় গণিতের ক্ষেত্রে ভাল করে পড়ুয়াদের মাথায় রাখতে হবে। রাশি বিজ্ঞান বিষয়ে ভীত থাকে পড়ুয়ারা। তবে দশম শ্রেণীর রাশি বিজ্ঞান অনেক সহজ। গণিত পরীক্ষায় ধারণা ঠিক রাখতে হবে। তাহলে সমস্যার সমাধান সম্ভব। তবে সম্পাদ্য আর উপবাদ্য করলেই পাশ নম্বর উঠে যাবে বলে জানিয়েছেন তিনি।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 28, 2026 8:02 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Madhyamik 2026: অঙ্কের ভীতি কাটিয়ে কীভাবে মাধ্যমিকে মিলবে ভাল নম্বর জানুন








