West Medinipur News: মকর সংক্রান্তিতে নীঝারি বুড়ির আরাধনা হয় নারায়ণগড়ে! লৌকিক দেবীর চরণে পুজো দিতে দূরদূরান্ত থেকে আসেন ভক্তরা, বসে মেলা
- Reported by:Ranjan Chanda
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
West Medinipur News: পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ে শতবর্ষ প্রাচীন একটি গ্রামীণ মেলা বসে। মকর সংক্রান্তির দিন বনদেবী নীঝারি বুড়ির পুজো করা হয়। পরের দিন বসে মেলা। এই মেলা মূলত লোধা শবর সম্প্রদায়ের মানুষজনের উদ্যোগেই অনুষ্ঠিত হয়।
নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: শীতকাল মানেই মেলার মরশুম। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই সময় নানা ধরনের মেলার আয়োজন হলেও, আজও গ্রামীণ ঐতিহ্য ও লোকবিশ্বাসকে আঁকড়ে ধরে টিকে রয়েছে কিছু প্রান্তিক এলাকার মেলা। পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের মা মনসা এলাকায় তেমনই এক শতবর্ষ প্রাচীন গ্রামীণ মেলা বসে, বনদেবী নীঝারি বুড়ির পুজোকে কেন্দ্র করে। এই মেলা মূলত লোধা শবর সম্প্রদায়ের মানুষজনের উদ্যোগেই অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মকর সংক্রান্তির দিন এবং তার পরের দিন বনদেবী নীঝারি বুড়ির পুজো অর্চনা করা হয়। সংক্রান্তির পরের দিন একবেলা এই গ্রামীণ মেলার আয়োজন করা হয়। লোকবিশ্বাস অনুযায়ী, নীঝারি বুড়ি কয়েকশো বছর প্রাচীন এক লৌকিক দেবী। যাঁকে বন ও গ্রামের রক্ষাকর্ত্রী হিসেবে মানেন স্থানীয় মানুষজন।
আরও পড়ুনঃ কুয়াশার দাপট উধাও, কিন্তু উত্তুরে হাওয়া কাঁপিয়ে দিচ্ছে হাড়! পাহাড়ে বেড়াতে যাওয়ার প্ল্যান থাকলে অবশ্যই জেনে রাখুন আবহাওয়ার আপডেট
জঙ্গলাকীর্ণ এলাকা জুড়ে এই দেবীর পুজোর প্রচলন শুরু করেছিলেন লোধা শবর সম্প্রদায়ের মানুষজনই। দশকের পর দশক ধরে এই পুজোকে কেন্দ্র করে গ্রামে বসছে মেলা। পুজো দিতে এবং মেলার আনন্দ উপভোগ করতে আশপাশের এলাকা তো বটেই, দূরদূরান্ত থেকেও মানুষ এখানে আসেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ রবীন্দ্রনাথের ‘অন্ধ কানাই’ যেন বাস্তবে! জন্ম থেকে দু’চোখে আলো নেই, কিন্তু তার বাঁশিতে জাদু আছে, শুনবেন নাকি ভানুর সুর
যদিও বর্তমানে বিভিন্ন জায়গায় বড় বাজেটের মেলা, আধুনিক বিনোদনের আয়োজন চোখে পড়ে, তবুও এই প্রান্তিক গ্রামে মেলার আয়োজন আজও সম্পূর্ণভাবে স্থানীয় লোধা শবর সম্প্রদায়ের উপরেই নির্ভরশীল। সময়ের সঙ্গে সঙ্গে মেলার আকার ও দোকানের সংখ্যা কিছুটা বেড়েছে। খেলনা, মনোহারি, খাবারের দোকান মিলিয়ে মেলায় জমে ওঠে উৎসবের আবহ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এত কিছুর মধ্যেও প্রাচীন রীতি, লোকাচার এবং আদিবাসী সংস্কৃতির ধারাবাহিকতা আজও অটুট রয়েছে। বনদেবীর পুজো ও এই একদিনের মেলা তাই শুধু একটি অনুষ্ঠান নয়, বরং প্রান্তিক সমাজের বিশ্বাস, ঐতিহ্য ও সংস্কৃতির জীবন্ত দলিল হয়ে দাঁড়িয়ে আছে।
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
Jan 16, 2026 11:49 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Medinipur News: মকর সংক্রান্তিতে নীঝারি বুড়ির আরাধনা হয় নারায়ণগড়ে! লৌকিক দেবীর চরণে পুজো দিতে দূরদূরান্ত থেকে আসেন ভক্তরা, বসে মেলা









