advertisement

Purulia News : সরস্বতী পুজোয় খাগের কলমের কদর, ঐতিহ্য বজায় রেখে বিক্রি তুঙ্গে!

Last Updated:

সরস্বতী পুজো অসম্পূর্ণ খাগের কলম ছাড়া, স্মার্টফোনের যুগেও ঐতিহ্য বজায় রয়েছে খাগের কলমের!

+
খাগের

খাগের কলমের চাহিদা তুঙ্গে

পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: প্রযুক্তির যুগে দাঁড়িয়েও হারিয়ে যায়নি ঐতিহ্য। বাগদেবীর আরাধনায় খাগের কলমের চাহিদা রয়েছে একই রকম। ঐতিহ্য ও রীতি বজায় রাখতে সরস্বতী পুজো উপলক্ষে পুরুলিয়ায় এসেছে লক্ষ, লক্ষ খাগের কলম। সরস্বতী পুজোর আগে থেকেই এই খাগের কলম মজুত করতে শুরু করে বিক্রেতারা। পুরুলিয়া শহরের বেশির ভাগ পাইকারি ও খুচরো দশকর্মা ভান্ডারে পাওয়া যায় এই কলম, সঙ্গে থাকে দোয়াত ও কালি।  সরস্বতী পুজোর দিন দুধ ও মধুর মিশ্রণে কালির বড়ি ফেলে কলাপাতার উপরে খাগের কলম দিয়ে লেখা হয়। বসন্ত পঞ্চমীর এই আচার চলে আসছে যুগ , যুগ ধরে। তাই সরস্বতী পুজোয় একই রকম কদর থাকে খাগের কলমের। তাই সরস্বতী পুজোর দশকর্মার ফরদের লিস্টে অতি অবশ্যই থাকে এই খাগের কলম। এটি সরস্বতী পুজোর অন্যতম উপকরণ।
এ বিষয়ে পুরুলিয়া শহরের এক পাইকারি দশকর্মা ভান্ডারের বিক্রেতা ফাল্গুনী সেন বলেন, সরস্বতী পুজো উপলক্ষে খাগের কলমের ব্যাপক চাহিদা থাকে। এছাড়া সরস্বতী পুজো অসম্পূর্ণ। এই সময় প্রায় চার থেকে পাঁচ লক্ষ  খাগের কলম বিক্রি হয় তার দোকান থেকে।
এ বিষয়ে দশকর্মা ভান্ডারের খুচরো বিক্রেতা নিখিলেশ দাস ও বর্ষা দত্ত বলেন, প্রতিবছরের মত এবছরও ব্যাপক হারে খাগের কলমের চাহিদা রয়েছে। প্রতিটি বাড়িতে যে কজন বাচ্চা রয়েছে ততগুলি খাগের কলমের প্রয়োজন পড়ে। এই সময় প্রায় এক থেকে দেড় লক্ষ পিস খাগের কলম বিক্রি হয় তাদের দোকান থেকে।
advertisement
advertisement
স্মার্টফোন ও ট্যাবের যুগেও এই খাগের কলমের ঐতিহ্য বজায় রয়েছে। এই খাগের কলমের ঐতিহ্য এখনও মুছে যায়নি। সরস্বতী পুজো উপলক্ষে এই কলমের চাহিদা থাকে তুঙ্গে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News : সরস্বতী পুজোয় খাগের কলমের কদর, ঐতিহ্য বজায় রেখে বিক্রি তুঙ্গে!
Next Article
advertisement
Andhra Husband Murder:  স্ত্রীর বানানো বিরিয়ানি খেয়ে গভীর ঘুমে স্বামী, বাড়িতে এলেন প্রেমিক! অন্ধ্রে হাড় হিম করা ঘটনা
স্ত্রীর হাতের বিরিয়ানি খেয়ে গভীর ঘুমে স্বামী, ডাক পড়ল প্রেমিকের! অন্ধ্রে শিউরে ওঠা ঘটনা
  • ঘুমের ওষুধ মেশানো বিরিয়ানি খাইয়ে স্বামীকে খুন স্ত্রীর৷

  • অন্ধ্র প্রদেশের গুন্টুরে হাড় হিম করা ঘটনা৷

  • পুলিশের জালে অভিযুক্ত স্ত্রী এবং তাঁর প্রেমিক৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement