Kakdwip Accident: নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানে ধাক্কা! জাতীয় সড়কের উপর ছিটকে পড়লেন ৩ যুবক, রক্তারক্তি কাণ্ড

Last Updated:

Kakdwip Accident: কাকদ্বীপের বাজবরণ তলায় ১১৭ নম্বর জাতীয় সড়কে শনিবার সন্ধ্যায় এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্কুটি সজোরে ধাক্কা মারে ম্যাজিক গাড়িতে। স্কুটি থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন ৩ যুবক।

কাকদ্বীপে দুর্ঘটনা
কাকদ্বীপে দুর্ঘটনা
কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা, বিশ্বজিৎ হালদার: কাকদ্বীপের বাজবরণ তলায় ১১৭ নম্বর জাতীয় সড়কে শনিবার সন্ধ্যায় এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, সন্ধ্যা নাগাদ একটি বাস ও ম্যাজিক গাড়ি একে অপরকে অতিক্রম করছিল। ঠিক সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে আরোহী-সহ একটি স্কুটি সরাসরি ম্যাজিক গাড়িটির সামনে চলে আসে এবং মুখোমুখি সংঘর্ষ ঘটে। সজোর ধাক্কায় স্কুটিতে থাকা তিন যুবক ছিটকে রাস্তার উপর পড়ে গুরুতর আহত হন।
​দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতদের উদ্ধার করে রাস্তার পাশে নিয়ে যান। খবর পেয়ে কাকদ্বীপ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে। চিকিৎসকদের মতে, আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
advertisement
advertisement
পুলিশ ইতিমধ্যেই ঘাতক ম্যাজিক গাড়িটিকে আটক করেছে। তবে সন্ধ্যা পর্যন্ত আহত ওই তিন যুবকের নাম বা পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এই ঘটনার ফলে জাতীয় সড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয় এলাকায় এই দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Kakdwip Accident: নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানে ধাক্কা! জাতীয় সড়কের উপর ছিটকে পড়লেন ৩ যুবক, রক্তারক্তি কাণ্ড