Accident: বিয়ের ৬ দিনের মাথায় মুছে গেল সিঁদুর! আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে মর্মান্তিক পরিণতি দুই ভাইয়ের
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
East Bardhaman Accident: আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে পথ দুর্ঘটনায় নিভে গেল দুই তরুণ তাজা প্রাণ। হুগলি জেলার মূলগ্রাম এলাকায় শনিবার বাসের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই যুবকের।
কালনা, পূর্ব বর্ধমান, নবকুমার রায়: আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে পথ দুর্ঘটনায় নিভে গেল দুই তরুণ তাজা প্রাণ। হুগলি জেলার মূলগ্রাম এলাকায় শনিবার বাসের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই যুবকের। জানা গিয়েছে, মৃতরা হলেন মীর আকতাব উদ্দিন (২৫)। বাড়ি জাঙ্গিপাড়া থানা এলাকার মিলারপুর এলাকায়। অপরজন শেখ আব্দুল সরতাজ (১৮) বাড়ি। জাঙ্গিপাড়া থানা এলাকার ফুরফুরা।
জানা যাচ্ছে, দুই যুবক দূর সম্পর্কের ভাই হয়। গত ৬ দিন আগে বিয়েও হয়েছিল মীর আকতাব উদ্দিনের। তারা আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে বাইক নিয়ে বেরিয়ে দুর্ঘটনার মুখে পড়েন। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মারা যান শেখ আব্দুল সরতাজ।
আরও পড়ুনঃ মূর্তি নদীতে স্নান করতে গিয়ে যুবকের প্রাণ নিয়ে যমে-মানুষে টানাটানি! গরুমারা অভয়ারণ্য লাগোয়া মূর্তি বনবস্তিতে আতঙ্কের পরিবেশ
মীর আকতাব উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কালনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দুপুরে মৃত্যু হয় মীরের। পরপর দুটি মৃত্যুর ঘটনায় শোকের ছায়া দুই পরিবারে। রবিবার হবে মৃতদেহের ময়নতদন্ত।
advertisement
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
Jan 17, 2026 10:49 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Accident: বিয়ের ৬ দিনের মাথায় মুছে গেল সিঁদুর! আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে মর্মান্তিক পরিণতি দুই ভাইয়ের











