East Bardhaman News: কাটোয়ায় থামল ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার, রেল মানচিত্রে নতুন মাইলফলক পূর্ব বর্ধমানে

Last Updated:

নতুন বন্দে ভারত স্লিপার ট্রেনের স্টপেজ পেল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া। রবিবার মধ্যরাতে প্রায় ১টা ৫৯ মিনিট নাগাদ প্রথমবারের মতো কাটোয়া স্টেশনে থামে এই অত্যাধুনিক ট্রেন। ট্রেনটি কাটোয়া স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায়।

বন্দে ভারত 
বন্দে ভারত 
কাটোয়া, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: নতুন বন্দে ভারত স্লিপার ট্রেনের স্টপেজ পেল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া। রবিবার মধ্যরাতে প্রায় ১টা ৫৯ মিনিট নাগাদ প্রথমবারের মতো কাটোয়া স্টেশনে থামে এই অত্যাধুনিক ট্রেন। ট্রেনটি কাটোয়া স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায়।
ট্রেন স্টেশনে প্রবেশের আগেই সেখানে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। ট্রেন ঢুকতেই চালককে মালা পরিয়ে ও চন্দনের ফোঁটা দিয়ে বরণ করা হয়। পাশাপাশি উপহার হিসেবে তুলে দেওয়া হয় মিষ্টির প্যাকেটও। নতুন বন্দে ভারত স্লিপার ট্রেনের স্টপেজ পাওয়ায় স্বাভাবিকভাবেই খুশির আবহ দেখা যায় স্টেশন চত্বরে।এরপর কয়েকজন যাত্রী প্রতীকীভাবে বন্দে ভারত স্লিপার ট্রেনে প্রথম সফর করেন। তাঁরা কাটোয়া স্টেশন থেকে ট্রেনে উঠে পরবর্তী স্টেশন নবদ্বীপে গিয়ে নামেন। প্রত্যেকের কাছেই বৈধ টিকিট ছিল এবং বিশেষ টিকিটের মাধ্যমেই তাঁরা এই ঐতিহাসিক প্রথম যাত্রায় অংশ নেন।
advertisement
advertisement
একজন ট্রেনযাত্রী কৃষ্ণ ঘোষ বলেন, “কাটোয়া স্টেশন থেকে বন্দে ভারত স্লিপার ট্রেনে ওঠার সুযোগ পাব, এটা স্বপ্নেও ভাবিনি। আজ সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। এটা সত্যিই গর্বের বিষয়।”জানা গিয়েছে, ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনটি পশ্চিমবঙ্গের সাতটি জেলা এবং অসমের দু’টি জেলার সঙ্গে যুক্ত হয়ে চলাচল করবে। এর ফলে দুই রাজ্য ও মোট নয়টি জেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে।
advertisement
অন্যান্য ট্রেনের তুলনায় এই বন্দে ভারত স্লিপার যাত্রার সময় প্রায় আড়াই থেকে তিন ঘণ্টা পর্যন্ত কমিয়ে দেবে বলে জানা যাচ্ছে। এই ট্রেনে যাত্রীদের জন্য মিলবে বিমানের মতো বিলাসবহুল ও আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা, তবে বিমানের তুলনায় অনেক কম খরচে। রেলযাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সুবিধার কথা মাথায় রেখেই এই ট্রেন চালু করা হয়েছে বলে মনে করছেন রেল আধিকারিকরা।
advertisement
জেলাবাসী-সহ রাজ্যবাসীর কাছে বন্দে ভারত স্লিপার ট্রেনকে রেলের এক গুরুত্বপূর্ণ উপহার হিসেবেই দেখা হচ্ছে।এই বন্দে ভারত স্লিপার ট্রেনে মোট ১৬টি কোচ রয়েছে। এর মধ্যে ১১টি থ্রি-টিয়ার এসি, ৪টি টু-টিয়ার এসি এবং ১টি ফার্স্ট ক্লাস এসি কোচ। একসঙ্গে সর্বোচ্চ ৮২৩ জন যাত্রী এই ট্রেনে ভ্রমণ করতে পারবেন।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Bardhaman News: কাটোয়ায় থামল ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার, রেল মানচিত্রে নতুন মাইলফলক পূর্ব বর্ধমানে
Next Article
advertisement
Narendra Modi: কেজরিওয়ালের আম আদমি পার্টির মতো পরিণতি হবে তৃণমূলের! দিল্লির উদাহরণ দিয়ে সিঙ্গুরে দাবি মোদির
কেজরিওয়ালের আম আদমি পার্টির মতো পরিণতি হবে তৃণমূলের! দিল্লির উদাহরণ দিয়ে সিঙ্গুরে দাবি ম
  • আম আদমি পার্টির মতো পরিণতি হবে তৃণমূলের৷

  • দিল্লির উদাহরণ দিয়ে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

  • সিঙ্গুরের সভা থেকে তৃণমূলকে আক্রমণ মোদির৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement