Indian Railway: বাংলাদেশ সীমান্তে আরও যোগাযোগ বাড়াচ্ছে কেন্দ্র! বনগাঁ, রানাঘাট...নতুন কোন কোন লাইন হচ্ছে?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Indian Railway: বাংলাদেশ সীমান্তের কাছে রেলের যোগাযোগ আরও বাড়াচ্ছে কেন্দ্র৷ সূত্রের খবর, চার নতুন লাইন কাজ শুরু করার নির্দেশ দিল কেন্দ্র৷
কলকাতা: বাংলাদেশ সীমান্তের কাছে রেলের যোগাযোগ আরও বাড়াচ্ছে কেন্দ্র৷ সূত্রের খবর, চার নতুন লাইন কাজ শুরু করার নির্দেশ দিল কেন্দ্র৷ নদিয়া, উত্তর ২৪ পরগণা সীমানা এলাকায় প্রকল্প। মতুয়া সমাজেরও দাবি ছিল যোগাযোগ বাড়ানোর৷ কেন্দ্রীয় রেল মন্ত্রক পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা,নদিয়া জেলা এবং তার সংলগ্ন এলাকার চারটি নতুন লাইন প্রকল্পকে পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে।
কেন্দ্রীয় রেল মন্ত্রক পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা, নদিয়া জেলা এবং তার সংলগ্ন এলাকার চারটি নতুন লাইন প্রকল্পকে পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে বলেই রেল মন্ত্রক সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন: বলুন তো কোন ভিটামিনের অভাবে রাতে ঘুমের মধ্যে মুখ দিয়ে লালা ঝরে? কোন সমস্যার লক্ষণ? এখনই জানুন
advertisement
advertisement
এই নতুন লাইন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বনগাঁ–পোড়ামহেশতলা (২০ কিমি) নতুন লাইন প্রকল্প, বনগাঁ–চাঁদবাজার (১১.৫ কিমি) নতুন লাইন প্রকল্প, চাঁদবাজার–বাগদা (১৩.৮ কিমি) নতুন লাইন প্রকল্প এবং রানাঘাট (আড়ংঘাটা) – দত্তফুলিয়া (৮.১৭ কিমি) নতুন লাইন প্রকল্প।
এই ১১.৫ কিলোমিটার নতুন লাইনটি বনগাঁ জংশন থেকে চাঁদবাজার পর্যন্ত রেল সংযোগ সম্প্রসারণে সহায়তা করবে। এই অংশে ৩টি বড় সেতু এবং একটি ছোট সেতু থাকবে। যাত্রীদের সুবিধার জন্য ছাউনি-সহ নতুন প্ল্যাটফর্ম, ফুট ওভারব্রিজ, স্টেশন ভবন-সহ টিকিট কাউন্টার নির্মাণ করা হবে।
advertisement
উপরোক্ত নতুন রেললাইন প্রকল্পটি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ সীমান্ত শহর এলাকায় রেল নেটওয়ার্ক সম্প্রসারণের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোগত প্রস্তাব। কৌশলগতভাবে, এটি ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে সীমান্ত সংযোগকে শক্তিশালী করবে, যা জাতীয় নিরাপত্তা এবং ভবিষ্যতের আন্তঃসীমান্ত সহযোগিতাকে সহায়তা করবে।
advertisement
অর্থনৈতিকভাবে, এই লাইনটি পেট্রাপোল স্থলবন্দরের সঙ্গে যুক্ত বাণিজ্যকে উৎসাহিত করতে পারে এবং পণ্য পরিবহনের জন্য দ্রুত ও সস্তা ব্যবস্থা প্রদানের মাধ্যমে স্থানীয় কৃষিকে সহায়তা করবে। সামাজিকভাবে, এটি দৈনিক যাত্রীদের ভ্রমণের সময় কমাবে, রাস্তার যানজট হ্রাস করবে এবং বাজার, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নত সুযোগের মাধ্যমে আঞ্চলিক উন্নয়নে সহায়তা করবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 30, 2026 4:37 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Indian Railway: বাংলাদেশ সীমান্তে আরও যোগাযোগ বাড়াচ্ছে কেন্দ্র! বনগাঁ, রানাঘাট...নতুন কোন কোন লাইন হচ্ছে?











